Wednesday, November 5, 2025

ফের কথা রাখলেন অভিষেক, রবিবার ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ

Date:

কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বার্ধক্য ভাতা প্রদানের কথা ঘোষণা করেছিলেন সাংসদ। সেই কথা রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার বয়স্কদের ভাতা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পৈলান যুব সঙ্ঘের মাঠে এলাকার প্রবীণদের সম্মান প্রদান করবেন তিনি।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মঞ্চ প্রস্তুত। বিভিন্ন অঞ্চলে বসানো হচ্ছে জায়েন্ট স্ক্রিন। আগামিকালের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখতে চাইছে না তৃণমূল।

২০২৩-এর ১০ নভেম্বর ডায়মন্ড হারবারেরই ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের নতুন বছরে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের নিজস্ব উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেই কথা রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজির হচ্ছেন পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে।

সেখানেই প্রবীণ ব্যক্তিদের ভাতা প্রদান করা হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দেড় লক্ষাধিক সক্রিয় কর্মীর সহায়তায় প্রায় ৭৫ হাজার প্রবীণ মানুষ বার্ধক্য ভাতার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। জানুয়ারি থেকেই প্রতি মাসে তাঁদের আর্থিক সাহায্য করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই দু’টি পর্যায়ে এই নতুন বার্ধক্য ভাতা রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ শুরু হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায় প্রায় ৭৫ হাজার মানুষ বার্ধক্য ভাতার আবেদন পত্র জমা দেন। তৃণমূলের পক্ষ থকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী রবিবার বার্ধক্য ভাতা প্রদান করবেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...
Exit mobile version