Thursday, August 21, 2025

২০১৭ সালে যোগীরাজ্যে (Yogi State) বাংলার তদন্তকারী সংস্থা সিআইডি (CID) আধিকারিকদের উপর আক্রমণের কথা মনে করালেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali) জোর করে শাহজাহান শেখের (Sahjahan Seikh) বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা (ED Officials)। তবে উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকার কারণে ইডি আধিকারিকদের বাধা দেন স্থানীয়রা। পরে জোর করে তল্লাশি চালাতে গেলে জনরোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। যার জেরে ৩ ইডি আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আর ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মূল ঘটনার সমাধানের রাস্তায় না গিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে বিরোধীরা। আর যার পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র।

শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তন্ময় লেখেন, ২০১৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের জন্য ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন বিজেপি যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি। তাঁকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশের আলিগড়ে (Aligarh) গিয়ে বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হন বাংলার সিআইডি আধিকারিকরা। ওই ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথকে কি কেউ প্রশ্ন করেছে? রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিয়েছিলেন? নাকি উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ প্রশ্ন তুলেছিলেন? এমন কিছুই হয়নি। তৃণমূল মুখপাত্রের এমন পোস্টের পর শুরু হয়েছে বিতর্ক। তবে রাজনৈতিক মহলের মতে, শুধুমাত্র বাংলাকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে বারবার আক্রমণ করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতেই উঠেপড়ে লেগেছে মোদি সরকার। আর সেকারণেই একাধিক ঘটনা ঘটিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুটি দলে ভাগ হয়ে রেশন বন্টন মামলার তদন্তে তল্লাশি অভিযানে বের হন ইডির আধিকারিকরা। সকালে ইডির একটি দল পৌঁছয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে। অন্য দলটি সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যায়। শাহজাহানের বাড়ি তালাবন্ধ ছিল। এরপর বহুক্ষণ চলে ডাকাডাকি। তারপরও মেলেনি সাড়াশব্দ। এরপর তালা ভাঙার চেষ্টা করেন ইডির আধিকারিকরা। তখনই ইডির আধিকারিকদের ঘিরে ধরেন স্থানীয়রা। পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই জনরোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version