Sunday, May 4, 2025

সন্দেশখালি ইস্যুতে একদিকে রাজ্যে বসে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন অধীর চৌধুরী। অন্যদিকে তাঁর দলের সভাপতির মুখে শোনা যাচ্ছে অন্য কথা। সন্দেশখালির উল্লেখ না করলেও মল্লিকার্জুন খাড়গে তৃণমূলের সুরেই জানালেন, বিজেপি খোলাখুলি ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে।

সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। এই ঘটনায় শাসকদলের তরফে জানানো হয়েছে, লাগাতার যেভাবে ইডির অপব্যবহার হচ্ছে। যে ভাবে পরিকল্পনা করে শাসকদলের নেতাদের টার্গেট করা হচ্ছে, অথচ বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে তাতে হয়তো মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হচ্ছে। সেটারই বহিঃপ্রকাশ এই ক্ষোভ। সেই একইসুরে এদিন খাড়গে বলেন, “মোদি সরকার খোলাখুলি ইডি ও সিবিআইয়ের অপব্যবহার করছে। কখনও কংগ্রেস নেতাদের ধরা হচ্ছে। কখনও তৃণমূল নেতাদের ধরা হচ্ছে। কখনও আবার টিডিপি নেতাদের ধরা হচ্ছে। সবাইকে কলঙ্কিত বলে দেওয়া হচ্ছে।” কংগ্রেস সভাপতির আরও বলেন, “আমাদের নেতাদের ধরলে তাঁরা কলঙ্কিত হচ্ছেন। অথচ সেই নেতাই বিজেপিতে যোগ দিলে তাঁর সব কলঙ্ক মিটে যাচ্ছে। ওদের কাছে সবচেয়ে বড় ওয়াশিং মেশিন আছে।”

অর্থাৎ সরাসরি সন্দেশখালির নাম না নিলেও ঘুরপথে এই ইস্যুতে তৃণমূলের পাশেই দাঁড়ালেন খাড়গে। অথচ রাজ্যে বসেই এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেই চলেছেন অধীর। অবশ্য তাঁর দাবিকে খণ্ডন করে কংগ্রেসের তরফে কেসি বেণুগোপাল এদিন সাফ জানিয়ে দেন, “অধীরের রাষ্ট্রপতি শাসনের দাবিকে সমর্থন করে না কংগ্রেস শীর্ষনেতৃত্ব। ওটা প্রদেশ কংগ্রেসের মত। সর্বভারতীয় কংগ্রেস কমিটি সেটাকে সমর্থন করে না।”

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version