Sunday, January 11, 2026

এবার মোহনবাগানে জাদুঘর

Date:

Share post:

এবার মোহনবাগান ক্লাবে জাদুঘর। এর আগে ইস্টবেঙ্গল ক্লাব সংগ্রহশালা তৈরি করেছিল। তবে মোহনবাগান আরও বড় আকারে তুলে ধরবে তাদের সংগ্রহশালাকে। শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে জাদুঘর তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এ-ব্যাপারে উত্তমকুমার সাহার নেতৃত্বে একটি ‘মিউজিয়াম কমিটি’ গঠন করা হচ্ছে। এছাড়াও শিলিগুড়ি, দুর্গাপুরের পর এবার জলপাইগুড়িতে ক্লাবের নামে রাস্তা ‘মোহনবাগান অ্যাভিনিউ’ আত্মপ্রকাশ করছে আগামী ১১ ফেব্রুয়ারি।

কর্মসমিতির বৈঠকের পর এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘মোহনবাগানে মিউজিয়াম অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন হয়নি, সেটা না ভেবে এবার আমরা সেটা করতে চাই। প্রাথমিকভাবে একটা জায়গা চিহ্নিত করা হয়েছে। কিন্তু তা নিয়েও আলোচনা প্রয়োজন। পূর্ত দফতর, সেনাবাহিনীর অনুমতি দরকার। বলতে পারি, মিউজিয়াম করার প্রাথমিক কাজ আমরা শুরু করে দিয়েছি। কিন্তু এটা অনেক বড় কাজ। এর জন্য গবেষণা প্রয়োজন। এখন সাধারণ মানুষের জন্য আমরা ক্লাব খুলে দিয়েছি। ক্লাবের ইতিহাস জানতে মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মিউজিয়ামের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমীদের নতুন উপহার দিতে চাই।’’

ক্লাবের বার্ষিক সাধারণসভা এবার ১৭ ফেব্রুয়ারি। মোহনবাগান মাঠে ক্লাবের ১৩৪তম বার্ষিক অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ জানুয়ারি। জলপাইগুড়িতে ‘মোহনবাগান অ্যাভিনিউ’ নামে রাস্তা করার অনুমতি পাওয়ায় ক্লাবের কর্মসমিতির সদস্যরা বিশেষ ধন্যবাদ জানান স্থানীয় পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল এবং ভাইস-চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন-সামনেই টি-২০ বিশ্বকাপ, তার আগে রোহিত-বিরাটের প্রশংসায় সুনিল গাভাস্কর

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...