Tuesday, November 4, 2025

রেকর্ড অর্থে দাউদের পৈতৃক জমি কিনলেন প্রাক্তন শিবসেনা নেতা! কেন জানেন ?

Date:

প্রায় দু’কোটি টাকায় নিলামে বিক্রি হল দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি। জমিটির ন্যূনতম দাম ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। তবে তাকে ছাপিয়ে কোটি টাকারও বেশি দামে গ্যাংস্টারের সম্পত্তি বিক্রি করল ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি। জানা গিয়েছে, সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন শিবসেনার প্রাক্তন নেতা।

শুক্রবার দাউদের পরিবারের চারটি সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। দু’টি জমি কেনার জন্য প্রথমে কেউ দর হাঁকেননি। বাকি দু’টির মধ্যে যেটি কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে, সেটিই ছিল সব থেকে ছোট সম্পত্তি। আয়তন ১৭০ বর্গমিটারের কিছু বেশি। মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বকে গ্রামে রয়েছে ওই কৃষিজমি। ওই গ্রামেই দাউদের পূর্বপুরুষের বাস ছিল। তবে এতটুকু জমি কেন এত দামে কেন ওই প্রাক্তন শিবসেনা নেতা কিনেছেন সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ওই জমির সমীক্ষা নম্বর এবং দাম তাঁর ‘পয়া’ সংখ্যার সঙ্গে মিলে গিয়েছে। সে কারণে অত দাম দিয়ে জমি কিনেছেন। ওই জমিতে সনাতন স্কুল খোলা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে এই প্রথম নয়, ওই ব্যক্তি ২০২০ সালে দাউদের একটি বাংলোও কিনেছিলেন। সেখানে সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি করেছিলেন তিনি। এবার তিনি সনাতন স্কুল খুলতে চলেছেন। এদিকে শুক্রবার দাউদ পরিবারের আরও একটি জমি নিলামে বিক্রি হয়েছে। ১,৭৩০ বর্গমিটারের ওই জমি বিক্রি হয়েছে ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। জমির মূল্য ছিল এক লক্ষ ৫৬ হাজার টাকা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version