মুড়িগঙ্গা নদীর চরে পণ্যবাহী জাহাজে আগুন

জাহাজটি বিকল হয়ে যাওয়ার কারণে বিগত প্রায় ছয়মাস ধরে মুড়িগঙ্গার চরে আট নম্বর লটে দাঁড়িয়ে ছিল।

শনিবার সকালে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে (bulk carrier) হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই জাহাজটি বিকল হয়ে যাওয়ার কারণে বিগত প্রায় ছয়মাস ধরে মুড়িগঙ্গার চরে আট নম্বর লটে দাঁড়িয়ে ছিল। জাহাজটি মেরামতির কাজও চলছিল। আগুন লাগার ঘটনার পরই হারউড পয়েন্ট (Harwood point) কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান জাহাজটিতে যে মেরামতির (mending) কাজ চলছিল সেই কাজ চলাকালীনই আগুনের ফুলকি ছিটে গিয়ে আগুন লাগে। জাহাজের পাটাতনের নিচে জ্বালানি তেল ছিল। সেই জ্বালানিতে আগুন লাগাতেই দুর্ঘটনা বড় আকার নেয়। গোটা জাহাজটি দাউদাউ করে জ্বলে ওঠে। দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে প্রশাসন। এই চরে আগুন লাগার ঘটনায় আরও বেশি চাঞ্চল্য ছড়ানোর আরও বেশি কারণ সোমবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা। সেই মেলায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আট নম্বর লট।