Saturday, August 23, 2025

ভারুচ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল আপ! মোদিরাজ্যে গিয়ে বিজেপিকে তু.লোধনা কেজরিওয়ালের

Date:

মোদিরাজ্যে গিয়ে এবার বিজেপিকেই (BJP) নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। পাশাপাশি কারাবন্দী চৈতার ভাসাভাকে (Chaitra Vasava) গুজরাটের (Gujrat) ভারুচ লোকসভা আসন (Bharuch Loksabha Seat) থেকে আপ (Aam Aadmi Party) প্রার্থী হিসাবে ঘোষণা করেন কেজরি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি ডাকাতদের থেকেও ভয়ংকর”। কেজরীওয়াল আরও জানান,  তোলাবাজির মামলায় অভিযুক্ত চৈতার ভাসাভা এবং তাঁর স্ত্রী শকুন্তলার জন্য আম আদমি পার্টির পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ভাসাভার মতো “সিংহকে” জোর করে ক্ষমতাবলে খাঁচায় আটকে রাখার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল বলেন, ভারুচ লোকসভা আসনে ভাসাভাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে রবিবার আদিবাসী আবেগের কথা মাথায় রেখে কেজরিওয়াল উপজাতি সম্প্রদায়কে ভারুচের উপর বিজেপির ‘অপমানের প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি আপনার ছেলেকে এবং আমাদের ভাই চৈতার ভাসাভাকে গ্রেফতার করেছে, কিন্তু আরও হতাশাজনক হল চৈতারের স্ত্রী শকুন্তলাবেনকে গ্রেফতার করা। বিজেপি আপনাদের সম্প্রদায়ের পুত্রবধূকে গ্রেফতার করেছে। এটা সমগ্র সম্প্রদায়ের কাছে চূড়ান্ত অপমানের।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, দিল্লিবাসীর মাথাপিছু আয় ১৪ শতাংশ বৃদ্ধির খবরে কেজরিওয়াল বলেন, এটি তাঁর সরকারের নেওয়া সম্মিলিত “কঠোর পরিশ্রম” এবং “উদ্ভাবনী এবং অগ্রসর পদক্ষেপ” এর ফল। যদিও এখনও তাঁদের অনেক পথ অতিক্রম করা বাকি রয়েছে বলেই মত কেজরিওয়ালের।

 

 

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version