Tuesday, November 4, 2025

ভারুচ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল আপ! মোদিরাজ্যে গিয়ে বিজেপিকে তু.লোধনা কেজরিওয়ালের

Date:

মোদিরাজ্যে গিয়ে এবার বিজেপিকেই (BJP) নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। পাশাপাশি কারাবন্দী চৈতার ভাসাভাকে (Chaitra Vasava) গুজরাটের (Gujrat) ভারুচ লোকসভা আসন (Bharuch Loksabha Seat) থেকে আপ (Aam Aadmi Party) প্রার্থী হিসাবে ঘোষণা করেন কেজরি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি ডাকাতদের থেকেও ভয়ংকর”। কেজরীওয়াল আরও জানান,  তোলাবাজির মামলায় অভিযুক্ত চৈতার ভাসাভা এবং তাঁর স্ত্রী শকুন্তলার জন্য আম আদমি পার্টির পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ভাসাভার মতো “সিংহকে” জোর করে ক্ষমতাবলে খাঁচায় আটকে রাখার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল বলেন, ভারুচ লোকসভা আসনে ভাসাভাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে রবিবার আদিবাসী আবেগের কথা মাথায় রেখে কেজরিওয়াল উপজাতি সম্প্রদায়কে ভারুচের উপর বিজেপির ‘অপমানের প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি আপনার ছেলেকে এবং আমাদের ভাই চৈতার ভাসাভাকে গ্রেফতার করেছে, কিন্তু আরও হতাশাজনক হল চৈতারের স্ত্রী শকুন্তলাবেনকে গ্রেফতার করা। বিজেপি আপনাদের সম্প্রদায়ের পুত্রবধূকে গ্রেফতার করেছে। এটা সমগ্র সম্প্রদায়ের কাছে চূড়ান্ত অপমানের।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, দিল্লিবাসীর মাথাপিছু আয় ১৪ শতাংশ বৃদ্ধির খবরে কেজরিওয়াল বলেন, এটি তাঁর সরকারের নেওয়া সম্মিলিত “কঠোর পরিশ্রম” এবং “উদ্ভাবনী এবং অগ্রসর পদক্ষেপ” এর ফল। যদিও এখনও তাঁদের অনেক পথ অতিক্রম করা বাকি রয়েছে বলেই মত কেজরিওয়ালের।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version