Thursday, December 25, 2025

ব্রিগেডে লাইমলাইটে শুধুই মীনাক্ষি! ব্যাকফুটে সেলিম-সহ প্রবীণরা

Date:

Share post:

পায়ের তলায় মাটি নেই এটা ভেবেই যুব সংগঠনকে দিয়ে ব্রিগেড করে জল মাপতে চেয়েছিল আলিমুদ্দিন। আর পাকা মাথাদের দশ গোল দিয়ে মাঠ ভরিয়ে ফেললেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakkhi Mukherjee)। লাইন লাইটে শুধু তিনিই। ব্যাক ফুটে চলে গেলেন CPIM-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাকিরা।

ব্রিগেড সমাবেশে আগে সাংবাদিক বৈঠক করে মীনাক্ষিকে পাশে বসিয়ে ‘আমাদের নেত্রী’ বলেছিলেন মহম্মদ সেলিম। তখন হয়তো তিনি বুঝতে পারেননি এই নেত্রী একসময় সব আলো টেনে নেবেন। রবিবারের ব্রিগেডে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ব্রিগেডের থেকে বেশি লোক এবং বক্তৃতা দিতে উঠে অনুগামীদের হাততালির বন্যা কার্যত বলেই দিয়েছে সিপিআইএম বা পলিটব্যুরোর যাবতীয় নজর এবার একাই কেড়ে নিতে এসেছেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakkhi Mukherjee)।

আগাগোড়া ভাষণ দিয়েছেন বাংলা-হিন্দি মিশিয়ে। দুটি ভাষাতেই তিনি স্বাচ্ছন্দ্য। বড় হওয়া আসানসোলের কোলিয়ারি বেল্টে। ফলে তাঁর ভাষা সমস্যা নেই। মীনাক্ষি ভালোই জানতেন এ দিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নজর রয়েছে তাঁদের এই ইনসাফ সমাবেশের উপর। সেই কারণেই বাংলার পাশাপাশি একই বাক্যবন্ধে হিন্দিও ব্যবহার করেছেন তিনি। যদিও মীনাক্ষি বলার সময় অনেককে মাঠ ছাড়তে দেখা যায়। তবে, এদিন DYFI-এর উদ্যোগে ব্রিগেডে যে জনসমাগম হয়েছিল সিপিআইএম সমাবেশ করলে তার কত শতাংশ হত, তা বলতে পারবেন না অতি বড় কমরেডও। যদিও সূত্র অনুযায়ী, এদিন সমাবেশে এক লক্ষের বেশি মানুষ আসেননি। তবে সেটাও বামেদের ‘পাকামাথা’র ডাকে হতো কি না সন্দেহ।

রাজ্যের শাসকদলের পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও প্রবল আক্রমণ করেছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। বেকারত্ব থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছু নিয়েই মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বক্তব্যের শেষে নজরুলের কবিতা বলতে গিয়ে ভুলে গিয়েছেন। আর সে ভুল স্বীকার করেও নিয়েছেন। কিন্তু তাঁর স্বপ্রতিভ, সরল কথন থমকে যায়নি। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমাবেশ শেষে শপথ বাক্য পাঠ- সবকিছুতেই মাইক্রোফোন ছিল মীনাক্ষির হাতেই। রাজনৈতিক মহলের মতে, যুবনেত্রী নয়, সিপিএমেরই নেত্রী হিসেবে এই ব্রিগেড সমাবেশ থেকে উঠে এলেন আসানসোলের ভূমিকন্যা।

 

 

 

 

spot_img

Related articles

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...