Monday, May 5, 2025

ইস্টবেঙ্গলে রিয়েল-বার্সার ফুটবলার, লাল হলুদের ষষ্ঠ বিদেশি কে?

Date:

Share post:

সব হলেও গোল হচ্ছে না দলে। দলে গোল করার লোকের অভাব। আর সেই কারণেই অ্যাটাকিং লাইনকে শক্তিশালী করতে স্পেনের রাইট উইং হাফ ইয়াগো ফালকে সিলভার সঙ্গে কথাবার্তা শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, কোচ কার্লোস কুয়াদ্রাতই তাঁকে সই করানোর পরামর্শ দিয়েছেন।ক্লাবের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। পাশাপাশি ইমামিও ফালকেকে লাল-হলুদ জার্সিতে নামাতে আগ্রহ দেখিয়েছে।

লা লিগার সেরা কিছু ক্লাবের যুব দলে খেলেছেন এই স্প্যানিশ ফুটবলার। ৩৪ বছর বয়সি ফালকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের যুব দলে। আবার সিনিয়র পর্যায়েও বেশ কিছু বড় দলে খেলেছেন তিনি। সেই তালিকায় রয়েছে রায়ো ভায়েকানো, জেনোয়া, তোরিনোর মতো পরিচিত ক্লাবও। বাঁ পায়ের ফুটবলার, বুদ্ধিদীপ্ত ডজ ও ঠিকানা লেখা পাস দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সেটপিস থেকেও গোল করার ক্ষমতা রয়েছে তাঁর। ২০২২-২৩ মরশুমে কলম্বিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আমেরিকা দ্য কালিতে খেলেছেন তিনি।

অন্যদিকে সুপার কাপের জন্য সিভেরিও টোরোকে রেজিস্ট্রেশন করাচ্ছে না ইস্টবেঙ্গল। তবে তাঁকে ছেড়েও দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেও শনিবারের অনুশীলনে তাঁকে দেখা যায়নি। শনিবার অবশ্য দেখা যায়নি হেডকোচ কার্লেস কুয়াদ্রাতকেও। তবে ছিলেন তিন বিদেশি ক্লেইটন সিলভা, বোরহা ও হিজাজি মেহের। ১৩ জানুয়ারি সুপার কাপের জন্য ফুটবলারদের রেজিস্ট্রেশনের শেষদিন। সুত্রের খবর, সুপার কাপের দলে সুযোগ পেতে পারেন রিজার্ভ দলের একাধিক ফুটবলার। আইএসএল-এর দ্বিতীয় পর্বের আগে তাদের দেখে নিতে চাইছেন কোচ কুয়াদ্রাত। কেরলিয়ান স্ট্রাইকার জেসিন টিকের পাশাপাশি মিডফিল্ডার তন্ময় দাসকেও রেজিস্ট্রেশন করানো হবে। লিয়েনে ছেড়ে দেওয়া হবে মিডফিল্ডার মোবাশির রহমানকে। সব ঠিক থাকলে চেন্নাইয়েন এফসি-তে চলে যেতে পারেন তিনি।

আরও পড়ুন-BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...