Wednesday, December 17, 2025

মোদি নয়, দিদির নেতৃত্বেই এগোবে দেশ, দাবি ব্রাত্য-চন্দ্রিমার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই আগামিদিনে এগোবে দেশ। এভাবেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্যের পাল্টা জবাব দিল তৃণমূল। এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু বলেন হঠাৎ করেই কেন্দ্রীয় মন্ত্রীর পশ্চিমবঙ্গকে নিয়ে দরদ দেখাচ্ছেন।

চন্দ্রিমা ভট্টাচার্যর কথায়, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন ২০৪৭-এ উন্নত দেশ হবে ভারত। তার মানে বিজেপি সরকার ১০ বছরেরও বেশি ক্ষমতায় থাকার পরেও এখনও উন্নত দেশ হতে পারেনি ভারত। অথচ ২০১১-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা উন্নয়নের শিখরে পৌঁছেছে। রাজ্যের একাধিক জনমুখি প্রকল্প কেন্দ্রের বিচারেই প্রথম হয়েছে। স্বাধীনতা আন্দোলনের মতই পশ্চিমবঙ্গের মহিলা থেকে ছাত্র যুবরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই।

অন্যদিকে, মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলা সব সময়ই এগিয়ে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাই এইসব না বলে রাজ্যের গরিব মানুষের ন্যায্য বকেয়া টাকা মিটিয়ে দিলে মানুষ উপকৃত হবে এবং দেশও এগোবে। উলেখ্য, রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর নেতৃত্বে উন্নততর ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে বাংলা। কলকাতায় এসে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন ২০৪৭-র উন্নততর ভারত গঠন এই সরকারের লক্ষ্য। ২০৪৭-এ উন্নত ভারত যখন স্বাধীনতার ১০০ বছর যখন পালন করবে, তখন পুরোভাগে থাকবে বাংলা। ঠিক যেমনটা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাংলা। তেমনভাবেই ভারতের উন্নয়নের এরাজ্যের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাঁর কথায় পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, কৃষক, মহিলা থেকে যুবসমাজ সবাই নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে। তারই পাল্টা দিয়ে রাজ্যের দুই মন্ত্রী বলেন, মোদি নয়, দিদির নেতৃত্বেরই এগোবে দেশ।

 

 

 

 

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...