Wednesday, August 20, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই আগামিদিনে এগোবে দেশ। এভাবেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্যের পাল্টা জবাব দিল তৃণমূল। এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু বলেন হঠাৎ করেই কেন্দ্রীয় মন্ত্রীর পশ্চিমবঙ্গকে নিয়ে দরদ দেখাচ্ছেন।

চন্দ্রিমা ভট্টাচার্যর কথায়, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন ২০৪৭-এ উন্নত দেশ হবে ভারত। তার মানে বিজেপি সরকার ১০ বছরেরও বেশি ক্ষমতায় থাকার পরেও এখনও উন্নত দেশ হতে পারেনি ভারত। অথচ ২০১১-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা উন্নয়নের শিখরে পৌঁছেছে। রাজ্যের একাধিক জনমুখি প্রকল্প কেন্দ্রের বিচারেই প্রথম হয়েছে। স্বাধীনতা আন্দোলনের মতই পশ্চিমবঙ্গের মহিলা থেকে ছাত্র যুবরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই।

অন্যদিকে, মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলা সব সময়ই এগিয়ে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাই এইসব না বলে রাজ্যের গরিব মানুষের ন্যায্য বকেয়া টাকা মিটিয়ে দিলে মানুষ উপকৃত হবে এবং দেশও এগোবে। উলেখ্য, রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর নেতৃত্বে উন্নততর ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে বাংলা। কলকাতায় এসে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন ২০৪৭-র উন্নততর ভারত গঠন এই সরকারের লক্ষ্য। ২০৪৭-এ উন্নত ভারত যখন স্বাধীনতার ১০০ বছর যখন পালন করবে, তখন পুরোভাগে থাকবে বাংলা। ঠিক যেমনটা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাংলা। তেমনভাবেই ভারতের উন্নয়নের এরাজ্যের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাঁর কথায় পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, কৃষক, মহিলা থেকে যুবসমাজ সবাই নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে। তারই পাল্টা দিয়ে রাজ্যের দুই মন্ত্রী বলেন, মোদি নয়, দিদির নেতৃত্বেরই এগোবে দেশ।

 

 

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version