Wednesday, May 14, 2025

টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

সামনেই টি-২০ বিশ্বকাপ । তারজন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে তার আগে প্রশ্ন হলো, টি-২০ বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিকে?এটাই এখন ভারতীয় দলের সমর্থকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের টি-২০ দলে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না বিরাট-রোহিতদের। যদি দলে আসেন এই দুই তারকা, তাহলে কি সমস্যা হতে পারে? এই প্রশ্নের উত্তরই দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় দল অসাধারণ। মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘বিরাটের অবশ্যই খেলা উচিত। ও অসাধারণ ক্রিকেটার।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ টি-২০ ফর্ম্যাটে ওর সমস্যা হবে না।’ বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া উচিত রোহিত শর্মারই এমনটাই মত বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দারুণ পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন বাংলার মহারাজ। এই নিয়ে তিনি বলেন, ‘ভারত দারুণ দল। টি২০, ওয়ানডে আর টেস্টে দারুণ খেলেছে।’

সেঞ্চুরিয়ান টেস্টে ভারতীয় দলের ভরাডুবি নিয়েও মুখ খুলেছেন সৌরভ। এই নিয়ে তিনি বলেন, ‘ভারতীয় দল একটা ম্যাচ হারলেই এমন রব তোলেন যেন টিমটাই খারাপ। ওয়ানডে সিরিজ জিতল, টি-২০ সিরিজ ড্র করল আর টেস্টটাও ড্র করল। আর কী? ভারতীয় দল দারুণ।’

এদিকে, টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। দুই সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ জুন। ২৯ জুন বার্বাডোসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ২০টি দল এবারের টি২০ বিশ্বকাপে খেলবে।

আরও পড়ুন-এশিয়ান গেমসে রেকর্ড পদক, তবুও হতাশ মেরিকম, কিন্তু কেন?

৫টি গ্রুপে ৪টি করে দল থাকছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সুপার-à§®-এ খেলবে। এরপর ৮টি দলকে ৪টি করে ২টি করে গ্রুপে ভাগ করা হবে। সুপার-à§® পর্বে উভয় গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।

Related articles

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...
Exit mobile version