Tuesday, December 2, 2025

“দশচক্রে ভগবানও ভূত হয়”, বিচারপতি গাঙ্গুলিকে পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

“বিচারপতির চেয়ারকে সামনে রেখে রাজনীতি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওনার কাছে অনুরোধ, উনি ওনার মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকুন।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তাঁকে আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পাল্টা কুণাল ঘোষ বলেন, “বিচারপতি ভাল মানুষ। খুব ভাল আড্ডা দেন। ওনাকে অনুরোধ উনি ওনার এজলাসের বিচার, বিশ্লেষণ ও নির্দেশে সীমাবদ্ধ থাকুন। কিন্তু উনি বিরোধীদের হাতে তামাক খেয়ে শাসক দলের নেতা-নেত্রীদের আক্রমণ করতে নেমেছেন এর কোন এক্তিয়ার তার নেই। উনি তৃণমূলের নেতা-নেত্রীদের নিয়ে যে ধরনের মন্তব্য করছেন সেটা ঠিক হচ্ছে না। কেউ কেউ ওঁকে সবাই ভগবান ভগবান বলে একটা মায়াজাল তৈরি করেছে। তবে ওঁকে একটি বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চাই— দশচক্রে ভগবান ভূত। বিচারপতিকে আমাদের অনুরোধ, এই প্রবাদটিকে আরেকবার সফল করে দেবেন না।’’

উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অভিষেক একজন নেতা। তাঁর সম্পত্তি কোথা থেকে আসে। তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন? তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তাঁর সম্পত্তির পরিমাণ কত? সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে। কে কত সম্পত্তি করেছেন? কার কতটা সম্পত্তির উৎস রয়েছে। অভিষেক যদি সমাজমাধ্যমে ওই পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব। তাঁরাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই।”

spot_img

Related articles

‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং অসুস্থদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে...

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা...

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...