Thursday, August 28, 2025

“দশচক্রে ভগবানও ভূত হয়”, বিচারপতি গাঙ্গুলিকে পাল্টা তোপ কুণালের

Date:

“বিচারপতির চেয়ারকে সামনে রেখে রাজনীতি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওনার কাছে অনুরোধ, উনি ওনার মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকুন।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তাঁকে আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পাল্টা কুণাল ঘোষ বলেন, “বিচারপতি ভাল মানুষ। খুব ভাল আড্ডা দেন। ওনাকে অনুরোধ উনি ওনার এজলাসের বিচার, বিশ্লেষণ ও নির্দেশে সীমাবদ্ধ থাকুন। কিন্তু উনি বিরোধীদের হাতে তামাক খেয়ে শাসক দলের নেতা-নেত্রীদের আক্রমণ করতে নেমেছেন এর কোন এক্তিয়ার তার নেই। উনি তৃণমূলের নেতা-নেত্রীদের নিয়ে যে ধরনের মন্তব্য করছেন সেটা ঠিক হচ্ছে না। কেউ কেউ ওঁকে সবাই ভগবান ভগবান বলে একটা মায়াজাল তৈরি করেছে। তবে ওঁকে একটি বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চাই— দশচক্রে ভগবান ভূত। বিচারপতিকে আমাদের অনুরোধ, এই প্রবাদটিকে আরেকবার সফল করে দেবেন না।’’

উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অভিষেক একজন নেতা। তাঁর সম্পত্তি কোথা থেকে আসে। তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন? তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তাঁর সম্পত্তির পরিমাণ কত? সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে। কে কত সম্পত্তি করেছেন? কার কতটা সম্পত্তির উৎস রয়েছে। অভিষেক যদি সমাজমাধ্যমে ওই পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব। তাঁরাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই।”

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...
Exit mobile version