Tuesday, August 26, 2025

খারাপ সময় পিছু ছাড়ছে না! চিল্কা হ্রদে বেড়াতে গিয়ে আচমকাই নি.খোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

Date:

চিল্কা হ্রদে (Chilika Lake) বেড়াতে গিয়ে আচমকা হারিয়ে গেলেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী পরষোত্তম রূপালা (Parshottam Rupala)। ঘটনার জেরে টানা দু’ঘণ্টা জলেই আটকে রইলেন মোদি সরকারের এই মন্ত্রী এবং তাঁর সঙ্গীরা। পরে অন্য নৌকা গিয়ে তাঁদের উদ্ধার করে বলে খবর। রবিবার বিকেলে চিল্কা হ্রদে গিয়েই আটকে পড়েন কেন্দ্রীয় মৎস ও পশু প্রতিপালন মন্ত্রী। তাঁর সঙ্গে আটকে পড়েন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র-সহ (Sambit Patra) অনেকেই। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা নৌকায় আটকে থাকেন তাঁরা।

সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী পরষোত্তম মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে ওড়িশা সফরে গিয়েছিলেন। এটি তাঁর ‘সাগর পরিক্রমা’ প্রকল্পের ১১তম পর্ব। রবিবার ওড়িশার খুরদা জেলার বরকুল থেকে নৌকায় ওঠেন তিনি। গন্তব্য ছিল পুরী জেলার সাতপাড়া এলাকা। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং দলের স্থানীয় কয়েক জন নেতা। চিল্কা হ্রদের উপর দিয়ে সাতপাড়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। এরপর আচমকাই হ্রদের মাঝে তাঁদের নৌকা থেমে যায়। প্রথমে মনে করা হয়েছিল, জলে বিছিয়ে রাখা মাছ ধরার জালে মৎস্যমন্ত্রীর নৌকা হয়তো আটকে গিয়েছে। কিন্তু পরে মন্ত্রীই জানান আসল কারণ। তিনি সাতপাড়ায় গিয়ে সাংবাদিকদের জানান, তাঁদের নৌকার মাঝি পথ হারিয়ে ফেলেছিলেন। তাই তাঁরা জলে আটকে পড়েছিলেন। মন্ত্রী পরষোত্তম আরও জানান, ‘‘অন্ধকার হয়ে এসেছিল। আমাদের নৌকা যিনি চালাচ্ছিলেন, তিনি এই রাস্তায় নতুন। তাই আমরা পথ হারিয়ে ফেলি। সাতপাড়া পৌঁছতে আমাদের দু’ঘণ্টা বেশি সময় লেগেছে।’’

এদিকে রবিবারই পুরীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। কিন্তু এই ঘটনার কারণে সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে। পরে রাত সাড়ে ১০টা নাগাদ পুরীতে পৌঁছন মন্ত্রী।

 

 

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version