লক্ষ্য লোকসভা নির্বাচন।আজ, মঙ্গলবার বিশেষ সাংগঠনিক বৈঠক হল বঙ্গ বিজেপির।নিউটাউনের বেসরকারি একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্ম শিবিরের এ রাজ্যের সাংসদ বিধায়কদের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও ছিলেন বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও মঙ্গল পাণ্ডের মতো নেতৃত্ব।
জানা গিয়েছে, লোকসভা ভোটে স্থানীয় ইস্যুকেও হাতিয়ার করার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। রাজ্য ও জেলা স্তরের সাংগঠনিক নেতা বিধায়ক সাংসদদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। এমনকী, মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে রাজ্যজুড়ে ঝড় তুলতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।