বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়কে সোমবারই স্বাগত জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, একে তৃণমূলের বিরাট জয় বলে বর্ণনা করেন তিনি। কারণ, বিলকিসের ধর্ষকদের ছেড়ে দেওয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। সেই মামলায় জয় মিলেছে। যা তৃণমূলেরও বিরাট জয়।
সোমবার, বিলকিসের ধর্ষকদের ছাড়া পাওয়ার বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। এদিন জয়নগরের প্রশাসনিক সভা থেকে মমতা বলেন, “বিলকিস বানোর মামলায়, ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের দলের মহুয়া মৈত্র (Mahuaa Moitra), যিনি সাংসদ ছিলেন, জোর করে যাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মামলা কিন্তু তিনি করেছিলেন। মামলায় একটি পক্ষ ছিলেন তিনি। এটা কিন্তু তৃণমূলের বিরাট জয়।”
এই প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “আমরা ধর্ষকদের প্রশ্রয় দিই না। মানুষকে বিচার দিই আমরা। কেউ কেউ বলে বেড়াচ্ছে, আমি নাকি গুন্ডাদের নেতা! সারাজীবন মানুষের কাজ করে এলাম। আমি মানুষের নেতা, নেতা নই আমি কর্মী। মানুষ আমার নেতা। আমি মানুষের পাহারাদার। কেউ বিপদে পড়লে, আপনাদের বলতে হয় না, আমরা ছুটে যাই।”