গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্ত শেষ, আজই আদালতে রিপোর্ট জমা CBI-এর

নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ মামলার তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। গত ৯ নভেম্বর শীর্ষ আদালত ২ মাসের সময়সীমা বেধে দিয়েছিল। সেই সময়ের মধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতির চারটি মামলায় চার্জশিট জমা দেয় CBI। এসএসসি ও নবম-দশম নিয়োগ সংক্রান্ত আরসি ২, ৩, ৪ ও ৫ – এই চারটি মামলায় আলিপুর বিশেষ আদালতে চার্জশিট জমা পড়ে। আগামী ১৫ই জানুয়ারি থেকে চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে বলে আদালত সূত্রে খবর।

সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন যে, আপাতত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ। আজ ফাইনাল রিপোর্ট জমা পড়েছে।