রাজ্যের হেলিকপ্টারেই গঙ্গাসাগর যাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নবান্নের দেওয়া হেলিকপ্টারেই সওয়ার হবেন রাজ্যপাল।

এবার রাজ্যের হেলিকপ্টারেই চড়বেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গঙ্গাসাগর যাওয়ার জন্য নবান্নের (Nabanna) কাছে হেলিকপ্টারের আবেদন করেন রাজ্যপাল। নবান্নের দেওয়া হেলিকপ্টারেই সওয়ার হবেন রাজ্যপাল। বারবার রাজ্যের সঙ্গে অসহযোগিতা করে রাজ্যপাল বিরোধিতার পথে গেলেও রাজ্যের তরফ থেকে যে কখনই তাঁর সঙ্গে অসৌজন্য দেখানো হয়নি তা আবার প্রমাণিত এই সহযোগিতায়।

সোমবার গঙ্গাসাগরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) এতটাই সমৃদ্ধ যে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’। কুম্ভমেলার (Kumbhmela) আয়োজনে যেখানে কেন্দ্র সরকার সব ধরনের সাহায্য করে সেখানে গঙ্গাসাগরের বেলায় তারা মুখ ফিরিয়ে নেন। পুণ্যার্থীদের যাতায়াত থেকে নিরাপত্তা – সব ব্যবস্থাই করতে হয় রাজ্য সরকারকে এককভাবে। এবার সেই সমৃদ্ধ মেলা দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। ১০ তারিখ তিনি গঙ্গাসাগরে যাবেন।

গঙ্গাসাগর পৌঁছাতে রাজ্যপালকে হেলিকপ্টারেই যেতে হবে। রাজ্যের বিভিন্ন পদক্ষেপের বারবার বিরোধিতা করলেও এবার নবান্নের দ্বারস্থ রাজ্যপাল। ১০ তারিখ রাজ্যপালের হেলিকপ্টারে সম্মতি দিয়েছে নবান্ন। ওই দিনই গঙ্গাসাগর থেকে ফিরবেন তিনি। এর আগে বোলপুর যাওয়ার জন্য হেলিকপ্টার দেয়নি রাজ্য, এরকম অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যপাল। তবে এবার আর রাজ্যপালকে কোনও অভিযোগের সুযোগ দিচ্ছে না নবান্ন।