Thursday, August 28, 2025

শাহজাহানের সঙ্গে ছবি! সন্দেশখালি কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করে তদন্ত হোক, দাবি কুণালের

Date:

বিজেপিতে যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

এবার শাহজাহান কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, ”যে কোনও এজেন্সির উচিত এই ইস্যুতে শুভেন্দুকেই জেরা করা। ছবিতে শুভেন্দুর সঙ্গেই শাহজাহান শেখকে দেখা গিয়েছে। আসলে শুভেন্দু কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে। ছবিতে তো শুভেন্দুর সঙ্গেই ওকে দেখা যাচ্ছে। তাহলে এটা ধরে নিতে হচ্ছে, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পরিচয়, যোগাযোগ ছিল। ফলে শুভেন্দুকেই জেরা করা উচিত।”

কুণালের সংযোজন, “একটা অভিযোগ আসছে, শুভেন্দু নাকি শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিল। আর সেটা হয়নি বলেই ওর পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে। তাকে বদনাম করে, তল্লাশি চালিয়ে, আতঙ্ক ছড়িয়ে, হেনস্থা করে বিজেপিতে টানার চেষ্টা হচ্ছে। ফলে এই সবকিছু নিয়ে তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসেছে, তখন শুভেন্দুকে তদন্ত থেকে বাদ দেওয়া যাবে না। সিবিআই, ইডি, এনআইএ বিজেপির শাখা সংগঠন। ওদের দিয়েই তো চাপ দেওয়া হয়। এগুলি দিয়েই তো প্ররোচনা ছড়ানো হয়। ফলে শুভেন্দুর যে ছবি দেখা গিয়েছে তাতে শাহাজাহান তদন্তে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করা হোক।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version