Monday, November 17, 2025

শাহজাহানের সঙ্গে ছবি! সন্দেশখালি কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করে তদন্ত হোক, দাবি কুণালের

Date:

বিজেপিতে যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

এবার শাহজাহান কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, ”যে কোনও এজেন্সির উচিত এই ইস্যুতে শুভেন্দুকেই জেরা করা। ছবিতে শুভেন্দুর সঙ্গেই শাহজাহান শেখকে দেখা গিয়েছে। আসলে শুভেন্দু কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে। ছবিতে তো শুভেন্দুর সঙ্গেই ওকে দেখা যাচ্ছে। তাহলে এটা ধরে নিতে হচ্ছে, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পরিচয়, যোগাযোগ ছিল। ফলে শুভেন্দুকেই জেরা করা উচিত।”

কুণালের সংযোজন, “একটা অভিযোগ আসছে, শুভেন্দু নাকি শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিল। আর সেটা হয়নি বলেই ওর পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে। তাকে বদনাম করে, তল্লাশি চালিয়ে, আতঙ্ক ছড়িয়ে, হেনস্থা করে বিজেপিতে টানার চেষ্টা হচ্ছে। ফলে এই সবকিছু নিয়ে তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসেছে, তখন শুভেন্দুকে তদন্ত থেকে বাদ দেওয়া যাবে না। সিবিআই, ইডি, এনআইএ বিজেপির শাখা সংগঠন। ওদের দিয়েই তো চাপ দেওয়া হয়। এগুলি দিয়েই তো প্ররোচনা ছড়ানো হয়। ফলে শুভেন্দুর যে ছবি দেখা গিয়েছে তাতে শাহাজাহান তদন্তে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করা হোক।”

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version