Saturday, January 24, 2026

ভালবাসার ধর্মে আজও একাকার রাশিদ – সোমার প্রেমের কাহিনী!

Date:

Share post:

ভরা পৌষে শাস্ত্রীয় সঙ্গীতজগতে শ্রাবণের ধারা। চলে গেছেন উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানিয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (Indian Classical Music)অন্যতম স্তম্ভ রাশিদের অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার। গত ২৪ ঘণ্টায় বারবার ফিরেছে উস্তাদের নানা স্মৃতি। রাশিদ খানের (Rashid Khan)গানের গুণমুগ্ধের সংখ্যা অগুণতি, কিন্তু সঙ্গীতের বাইরে রাশিদের একমাত্র ভালোবাসার নাম সোমা বসু ওরফে জয়িতা বসু খান (Joyita Basu Khan)। দুজনের ধর্ম প্রেমে বাধা হয়নি কখনও। আর সেই সবটুকুই ‘ভরা থাক স্মৃতি সুধায়’।

গত ডিসেম্বরেই নিজের ৩২ বছরের দাম্পত্য পূর্ণ করেছেন। যদিও ২০২৩-এর ২ ডিসেম্বর রাশিদ ছিলেন হাসপাতালে। জীবন যুদ্ধে অসম লড়াই চলছিল তখনই। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন। বছর দুয়েক আগে বিবাহবার্ষিকীর দিন জমাটি আড্ডা বসেছিল রাশিদের বাড়িতে। সেদিন ছিলেন অভিজিৎ, বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্য়ায়রা। প্রেমের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে একবার রাশিদ খান বলেছিলেন, “আমি যাকে ভালবেসেছি, সময় নষ্ট করিনি তাঁকে বিয়ে করিনি। সেইসময়টা সঙ্গীতে বিনিয়োগ করেছি… সন্তানদেরও সেই কথাই বলি, ভালবাসলে তাঁকে বিয়ে করে নাও”। জীবনের শেষদিন পর্যন্ত রাশিদকে আগলে রেখেছিলেন সোমা। সুন্দরী প্রেমিকাকে স্বীকৃতি দিতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি গায়ক। এক সাক্ষাৎকারে জীবনের সেরা মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে রাশিদ খান জানিয়েছিলেন, “আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই আমার জীবনের সেরা মুহূর্ত। আমাদের প্রেম কাহিনিটা একদম অন্যরকম। আমাদের ধর্ম আলাদা। কিন্তু আমার বাবা এই বিয়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি বরং উনি আমাকে সমর্থন করেছেন। সোমা আমার জীবন বদলে দিয়েছে, এর জন্য আমি আজীবন ওঁর কাছে কৃতজ্ঞ থাকব”। এদিন শিল্পীর পরিবারকে সান্ত্বনা দিলেন দিদি, রইল পাশে থাকার বার্তাও। আজ রবীন্দ্রসদনে যখন শেষ সম্মান জানাচ্ছেন অনুরাগীরা, ঠিক তখনই দুহাতের নরম পরশে মৃত স্বামীর মুখের উপর ছড়িয়ে পড়া অবিন্যস্ত চুল ঠিক করে দিতে দেখা গেল সোমাকে। প্রিয়তম আজ নিথর, তবু তাঁকেই আগলে রাখা প্রেমের পরশে… এখনও।

spot_img

Related articles

শ্রীনগরের ডাল লেকের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত পর্যটকরা

শনিবার সকালে শ্রীনগরে ডাল লেকের (Dal Lake, Srinagar) এক নম্বর ঘাটের পাশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার...

জলপথে যাতায়াতে গতি আনতে নতুন উদ্যোগ রাজ্যের, হুগলির বুকে আধুনিক যাত্রী টার্মিনাল

শহর ও শহরতলির রাস্তায় ক্রমবর্ধমান যানজটের চাপ কমাতে এবং অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হুগলি নদীর...

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পুলিশের চোখে ‘AI’ সানগ্লাস!

আগামী সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজ চলাকালীন দর্শকদের উপর নজর রাখতে এবার দিল্লি পুলিশের চোখে থাকবে ‘AI’ সানগ্লাস।...

কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ...