Sunday, May 4, 2025

ভালবাসার ধর্মে আজও একাকার রাশিদ – সোমার প্রেমের কাহিনী!

Date:

Share post:

ভরা পৌষে শাস্ত্রীয় সঙ্গীতজগতে শ্রাবণের ধারা। চলে গেছেন উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানিয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (Indian Classical Music)অন্যতম স্তম্ভ রাশিদের অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার। গত ২৪ ঘণ্টায় বারবার ফিরেছে উস্তাদের নানা স্মৃতি। রাশিদ খানের (Rashid Khan)গানের গুণমুগ্ধের সংখ্যা অগুণতি, কিন্তু সঙ্গীতের বাইরে রাশিদের একমাত্র ভালোবাসার নাম সোমা বসু ওরফে জয়িতা বসু খান (Joyita Basu Khan)। দুজনের ধর্ম প্রেমে বাধা হয়নি কখনও। আর সেই সবটুকুই ‘ভরা থাক স্মৃতি সুধায়’।

গত ডিসেম্বরেই নিজের ৩২ বছরের দাম্পত্য পূর্ণ করেছেন। যদিও ২০২৩-এর ২ ডিসেম্বর রাশিদ ছিলেন হাসপাতালে। জীবন যুদ্ধে অসম লড়াই চলছিল তখনই। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন। বছর দুয়েক আগে বিবাহবার্ষিকীর দিন জমাটি আড্ডা বসেছিল রাশিদের বাড়িতে। সেদিন ছিলেন অভিজিৎ, বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্য়ায়রা। প্রেমের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে একবার রাশিদ খান বলেছিলেন, “আমি যাকে ভালবেসেছি, সময় নষ্ট করিনি তাঁকে বিয়ে করিনি। সেইসময়টা সঙ্গীতে বিনিয়োগ করেছি… সন্তানদেরও সেই কথাই বলি, ভালবাসলে তাঁকে বিয়ে করে নাও”। জীবনের শেষদিন পর্যন্ত রাশিদকে আগলে রেখেছিলেন সোমা। সুন্দরী প্রেমিকাকে স্বীকৃতি দিতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি গায়ক। এক সাক্ষাৎকারে জীবনের সেরা মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে রাশিদ খান জানিয়েছিলেন, “আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই আমার জীবনের সেরা মুহূর্ত। আমাদের প্রেম কাহিনিটা একদম অন্যরকম। আমাদের ধর্ম আলাদা। কিন্তু আমার বাবা এই বিয়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি বরং উনি আমাকে সমর্থন করেছেন। সোমা আমার জীবন বদলে দিয়েছে, এর জন্য আমি আজীবন ওঁর কাছে কৃতজ্ঞ থাকব”। এদিন শিল্পীর পরিবারকে সান্ত্বনা দিলেন দিদি, রইল পাশে থাকার বার্তাও। আজ রবীন্দ্রসদনে যখন শেষ সম্মান জানাচ্ছেন অনুরাগীরা, ঠিক তখনই দুহাতের নরম পরশে মৃত স্বামীর মুখের উপর ছড়িয়ে পড়া অবিন্যস্ত চুল ঠিক করে দিতে দেখা গেল সোমাকে। প্রিয়তম আজ নিথর, তবু তাঁকেই আগলে রাখা প্রেমের পরশে… এখনও।

spot_img
spot_img

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...