Friday, December 12, 2025

নজরে একাধিক বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা! রেশন বন্টন মামলায় ধৃ.ত শঙ্করের পরিবারকে তলব ইডির

Date:

Share post:

পরিবারের সদস্যদের (Family Members) নামে একাধিক বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা (Foreign Money Exchange) খোলার অভিযোগ! আর সেকারণেই এবার রেশন বন্টন মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ধৃত শঙ্কর আঢ্যের (Shankar Adhya) পরিবার (Family)। ইডির (ED) অভিযোগ, নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের নামে একাধিক বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর। আর সেই ৯৫ সংস্থার হাত ধরেই রেশন বন্টন মামলার কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে সেই ৯৫ বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পেয়েছে ইডি। তবে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা দেওয়া সেই সংস্থার তালিকায় ৬টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর ও তাঁর পরিবারের নামে থাকলেও বাকি সংস্থা ভুয়ো নামেই খোলা হয়েছিল বলে দাবি ইডির।

ইডি সূত্রে খবর, ধৃত শঙ্কর আঢ্য এবং তাঁর পরিবারের নামে প্রায় ৯৫ টি ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে। যার মধ্য দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আর সেই অভিযোগ খতিয়ে দেখতেই এবার শঙ্করের পরিবারের সদস্যদের তলব করল ইডি। মূলত এই কোম্পানিগুলিতে কী কী কাজ হত? এই কোম্পানি কবে খোলা হয়েছিল? এই কোম্পানি সম্পর্কে তাঁরা কী জানেন? কীভাবে টাকার ট্রানজাকশন হত? একাধিক বিষয় তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রেশন বন্টন মামলায় শুক্রবার রাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তাঁকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন বন্টন মামলায় ৯ থেকে ১০ হাজার কোটি টাকা গরমিলের অভিযোগ সামনে এনেছেন! এমন কি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইডি। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ ১৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর রাত ১২ টা ৩২ নাগাদ শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুক্রবার রাতেই তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর শনিবার আদালতে পেশ করা হয় তাঁকে। এদিকে শুক্রবার শঙ্কর আঢ্যর বাড়ির পাশাপাশি তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালায় ইডি। সেখান থেকেও ৮ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয় বলে খবর। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। আর সেইসব নথি খতিয়ে দেখেই এবার শঙ্করের পরিবারকে ডাকার তোড়জোড় শুরু করল ইডি। সূত্রের খবর, খুব শীঘ্রই শঙ্করের পরিবারের সদস্যদের ডেকে পাঠাবে ইডি।

 

 

 

 

spot_img

Related articles

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাঘাযতীনের রামগড় বাজার!

রাতের কলকাতায় পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার (Massive fire broke out in Ramgarh Bazar)! কমপক্ষে ৪০ টি দোকান...

শীতের মাঝেই ফের ঘূর্ণাবর্তের কাঁটা! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট

ডিসেম্বরের শুরু থেকে প্রায় প্রত্যেক দিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। চলতি মরশুমে প্রায় প্রত্যেক দিনই শীতলতম অনুভূতির মধ্যে...

৯১ বছর বয়সে নিজের বাড়িতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল

শুক্রের সকালে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল (Shivraj Patil...

দুবাইয়ের বুকে শাহরুখের নামে আকাশচুম্বী বহুতল, প্রথম দিনেই বিক্রি সব ফ্ল্যাট! 

একেই বলে 'কিং' ক্যারিশমা! শুধু তাঁর নামটুকুই যথেষ্ট, বাকি কাজ ফ্যানেরা করে দেবেন। ভারতীয় বিনোদন জগতের রোম্যান্স গুরুর...