রাজ্যে থ্যালাসেমিয়া-সিকল সেলের মতো রোগ নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার সন্তানসম্ভবা মা এবং সদ্য- তরুণীদের থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করেছে। স্বাস্থ্য দফতর এই মর্মে নির্দেশ জারি করেছে। যেখানে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে গর্ভবতী মহিলাদের বাধ্যতামূলক ভাবে এইচপিএলসি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে।

ব্লক পর্যায়ের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, পিপি ইউনিট প্রভৃতি জায়গাতে গর্ভাবস্থার প্রথম পর্যায়ে নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি কম বয়সি মেয়েদের এই রক্ত পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। রক্ত পরীক্ষার পরে, সন্তানসম্ভবা মায়ের নাম-ঠিকানা নথিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এইচপিএলসি পরীক্ষার মাধ্যমে জানা যায়- কেউ থ্যালাসেমিয়া, সিকল সেল প্রভৃতি রোগের জিন বহন করছেন কি না। রোগের জিন বহন করলে সন্তানদের এই রোগগুলিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। তবে সরকারি এই উদ্যোগ নিয়ে প্রশ্নও উঠেছে। প্যারামেডিক্যাল অ্যান্ড মেডিক্যাল টেকনোলজিস্টদের সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, এই পরীক্ষা বিয়ের আগে করার উপর জোর দেওয়া উচিত সরকারের। রক্ত পরীক্ষার জন্য গর্ভাবস্থা পর্যন্ত অপেক্ষা ঠিক নয়। তখন রোগের জিন চিহ্নিত হলে অনেক সময় অসুস্থ সন্তানের জন্ম আটকানো যাবে না।

আরও পড়ুন- ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ ব্যবস্থা, রাস্তায় নামছে আরও ৭০০ সরকারি বাস
