Saturday, May 3, 2025

বেসরকারি হাসপাতালগুলির ICCU জীবাণু মুক্ত করার নির্দেশ, রাজ্যবাসীকে মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

কোমর্বিডিটির কারণে বুধবার বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাস্ক পরারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির ICCU-কে জীবাণু মুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশ্বের বেশ কয়েকটি দেশে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। কেরালার মতো দেশের কয়েকটি রাজ্যেও নতুন স্ট্রেইন মাথা চাড়া দিয়েছে। এদিন বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “স্পেন, আমেরিকায় একটু বেশি কোভিড হচ্ছে। এখানেও কেরলে হয়েছে। ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন। কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে। তাই বলছি ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন। আমরা জোর করে কিছু করছি না। ব্যবসায় কোনও সমস্যা হবে না। কিন্তু ভিড় জায়গায় যখন কেউ যাবেন, একটু সতর্ক থাকবেন।“

বেসরকারি হাসপাতাল- নার্সিংহোম থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সেই কারণে বিশেষ ভাবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে মমতার পরামর্শ, যাতে ICCUগুলিকে জীবাণ মুক্ত রাখা হয়। তিনি বলেন, “প্রাইভেট নার্সিংহোমগুলি থেকে কোভিডের নতুন স্ট্রেন ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্ক করছি। তবে ভয় পাওয়ার কারণ নেই, আতঙ্ক ছড়ানোরও দরকার নেই। সবাইকে বলব যতটা পারবেন ততটা সতর্ক থাকুন। আমাদের সরকারি হাসপাতালগুলিতে যেমন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আমি আমার নিজের পরিবারের দুইজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে। সতর্কতা তাই এখন থেকেই নিতে হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু সতর্ক থাকতে হবে।“

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...
Exit mobile version