Tuesday, August 26, 2025

বেশি করে সন্তান জন্ম দিন, মোদিজি দেখে নেবেন: BJP মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Date:

আরও বেশি বেশি করে সন্তানের জন্ম দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতে খাওয়া-পড়ার কোনও সমস্যা থাকবে না। হিন্দু মহিলাদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন রাজস্থানের বিজেপি মন্ত্রী বাবুলাল খারাদি। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যপক চর্চা শুরু হয়েছে রাজস্থান রাজনীতিতে।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার অর্থাৎ ৯ জানুয়ারি। উদয়পুর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নাই গ্রামে বিকাশ সংকল্প যাত্রা উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও। বিকাশ সংকল্প যাত্রার মঞ্চ থেকে কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী বাবুলাল খারাদি বলেন, দেশের সবার মুখে অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত মানুষের যাতে ঘর থাকে, তার জন্য পরিকল্পনা করেছেন। এরপরেই মহিলাদের আরও বেশি করে সন্তানের জন্ম দেওয়ার জন্য আবেদন জানান তিনি। সন্তানদের জন্য চিন্তার প্রয়োজন নেই বলে আশ্বাস দেন। বাবুলালের মতে, কেন্দ্র কম দামে গ্যাস সিলেন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সংসার চালাতে সমস্যা থাকা উচিত নয়।

অবশ্য যে বাবুলাল এই মন্তব্য করেছেন তাঁর নিজের পরিবার নেহাত ছোট নয়। দু’বার বিয়ে করেছেন বাবুলাল তাঁর প্রথম স্ত্রীর নাম তেজু দেবী। দ্বিতীয় স্ত্রী মণি দেবী। তাঁর মোট ৮টি সন্তান রয়েছে। খারাদি ছোটবেলা থেকে আরএসএসের সক্রিয় সদস্য। ২০০৩ সালে উদয়পুর জেলার ঝাদোল আসন থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে ফের জিতলেও, ২০১৩ সালে হেরে গিয়েছিলেন। ২০১৮ সালে ফের বিজেপি বাবুলালকে নির্বাচনী টিকিট দিয়েছিল। ২০২১ সালে সেরা বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে রাজস্থানে ক্ষমতা এসেছে বিজেপি। চতুর্থবার বিধায়ক নির্বাচিত হয়ে আদিবাসী অঞ্চল উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version