Friday, November 7, 2025

আজ মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-২০

Date:

Share post:

মেপে নেওয়ার শেষ সুযোগ আফগানিস্তান সিরিজে। মোহালিতে বৃহস্পতিবার প্রথম ম্যাচ। যে ম্যাচে আফগানিস্তান তাদের আজ থেকে শুরু ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা এক নম্বর বোলার রশিদ খানকে পাচ্ছে না। এটা তাদের জন্য বেশ বড় ধাক্কা।

১৪ মাস বাদে ভারতের টি-২০ দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ধরেই নেওয়া হচ্ছে যে, রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন। বিরাটও ১৫ জনের দলে থাকবেন। ফলে এই সিরিজে দুই মহারথী কেমন করেন, সেদিকে নজর থাকবে সবার। তবে ভারত অবশ্য পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। ব্যক্তিগত কারণে মোহালিতে প্রথম ম্যাচে খেলবেন না বিরাট। রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াকেও এই সিরিজে দেখা যাবে না। হার্দিক শুধু এই সিরিজ কেন, আইপিএলেও ফিট হয়ে যাবেন কি না প্রশ্ন রয়েছে।

এই সিরিজের সঙ্গে আইপিএলের দিকেও নজর থাকবে নির্বাচকদের। ঈশান কিষাণ , শ্রেয়স আইয়ারকে দলে রাখেননি অজিত আগারকররা। কিন্তু তাঁরা আইপিএলে ভাল করতে পারলে বিশ্বকাপের দরজা খুলে যাবে। রোহিত ও বিরাটের জন্য অবশ্য এই সিরিজ ছোট ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। অনেকদিন বাদে তাঁরা ভারতের নীল জার্সিতে কুড়ি ওভারের ম্যাচ খেলবেন। রোহিত তিনটি ম্যাচে খেললেও বিরাটকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না।

রশিদ খানের গত নভেম্বরে পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তিনি এখন রিহ্যাবে রয়েছেন। আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জারদান বলেছেন, রশিদ পুরো ফিট হয়নি। তাই এই সিরিজে ওকে পাওয়া যাবে না। আমরা ওকে পাচ্ছি না বলে সমস্যা অবশ্যই থাকছে। কিন্তু যে কোনও পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। জারদানের মনে হচ্ছে, অন্যেরা রশিদের অভাব পূরণ করে দেবেন।

সবে দক্ষিণ আফ্রিকা সফর সেরে ফিরেছে ভারতীয় দল। বুধবার সন্ধ্যায় ক্রিকেটাররা মোহালিতে মিলিত হয়েছেন। যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মা দলে থাকলেও ভারতের ইনিংস শুরু করবেন শুভমন গিল ও রোহিত শর্মা। শুভমনের দক্ষিণ আফ্রিকায় সময় ভাল যায়নি। তিনি রানের খোঁজে থাকবেন। মিডল অর্ডারে সূর্য ও হার্দিককে পাওয়া যাবে না এই সিরিজে। ফলে নজর থাকবে রিঙ্কু সিংয়ের দিকে। রিঙ্কু দক্ষিণ আফ্রিকায় নজর কেড়েছিলেন। ঈশান কিষাণ দলে না থাকায় কিপিং করবেন জিতেশ শর্মা বা সঞ্জু স্যামসন। প্রথম জনের পাল্লা ভারী। অলরাউন্ডার শিবম দুবেও এই দলে রয়েছেন। কিন্তু তিন পেসার অর্শদীপ, মুকেশ ও আবেশ আছেন বলে তাঁর সুযোগ হয়তো হবে না। স্পিন বিভাগে কুলদীপ অটোমেটিক চয়েস। অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কারা দলে থাকবেন সেটা টিম ম্যানেজমেন্টের হাতে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...