Sunday, November 9, 2025

খুনের মামলায় ‘রক্ষাকবচ’ পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক

Date:

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) আগেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিল। এই গ্রেফতারি এড়াতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মর্মে আবেদন করেছেন। বিচারপতি জানতে চান যে কেন কোচবিহারের সাংসদ মনে করছেন যে তাঁকে গ্রেফতার করা হতে পারে? সেক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সংঘাতের বাহানা তুলে ধরার চেষ্টা করেছেন নিশীথের আইনজীবী। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। আগামী ২২ জানুয়ারি ফের শুনানি হওয়ার কথা। ততদিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন প্রতিমন্ত্রীর আইনজীবী।

বছর ছয়েক আগে অর্থাৎ ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম সামনে আসে। খুনের মামলা থেকে রেহাই পেতে আদালতের দ্বারস্থ হন নিশীথ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কিন্তু সাংসদের আর্জি খারিজ হয়ে যাওয়ায় গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের কাছে আবেদন করেন তিনি। বিচারপতি বলেন একতরফা বক্তব্য শুনে তিনি কোন রায় দিতে পারবেন না। সেক্ষেত্রে পরবর্তী শুনানি অর্থাৎ চলতি মাসের ২২ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এরপর নিশীথ প্রামানিকের আইনজীবী অনুরোধ করেন, যদি মামলার তারিখ একটু এগিয়ে নিয়ে আসা যায়। শেষ খবর পাওয়ার অনুযায়ী শুক্রবার এই মামলার শুনানি হবে অর্থাৎ আগামিকাল পর্যন্ত নিশীথকে গ্রেফতার করা যাবে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version