Wednesday, November 12, 2025

কেন আফগানিস্তানের বিরুদ্ধে নেই শ্রেয়স-ঈশান? মুখ খুললেন দ্রাবিড়

Date:

আজ আফগানিস্তানের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। খবর রটেছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে এই দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছেন নির্বাচকরা। আর এবার নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়।
এই নিয়ে দ্রাবিড়ের বক্তব্য, ‘‘যা রটেছে, তার কোনও ভিত্তি নেই। ওদের দু’জনকে কোনও শাস্তি দেওয়া হয়নি। শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলেনি। আমাদের হাতে অনেক ব্যাটার রয়েছে। সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। এর সঙ্গে শ্রেয়সকে শাস্তি দেওয়ার কোনও বিষয় নেই। আমার সঙ্গে নির্বাচকদের এই নিয়ে কোনও আলোচনাই হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘ঈশান নিজেই বিশ্রাম চেয়েছিল। আমরা ওর ছুটি মঞ্জুর করেছি। ঈশান কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চায়। ও যখন আবার ফিরতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরবে।’’ দ্রাবিড় আরও জানান, ‘‘ব্যক্তিগত কারণে বিরাট কোহলি প্রথম ম্যাচ খেলছে না। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’’

এদিকে ম্যাচ নিয়ে দ্রাবিড় বলেন, ‘‘রোহিতের সঙ্গে ওপেন করবে যশস্বী। আমাদের যা দল, তাতে প্রয়োজন মতো একাদশ বদল করা যায়। যশস্বীর খেলায় টিম ম্যানেজমেন্ট খুশি। রোহিত-যশস্বী খেললে ওপেনিংয়ে ডান-বাঁ কম্বিনেশন হবে।’’ দলের আরেক ব্যাটার রিঙ্কু সিংয়ের প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘‘রিঙ্কু আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা খুব ভাল করেছে। ধারাবাহিকভাবে ভাল খেলছে। ফিনিশারের ভূমিকায় দূর্দান্ত। এই সিরিজ ওর কাছেও বড় সুযোগ। ক্রিকেটার হিসাবে নিজেকে আরও উন্নত করে তোলার।’’

আরও পড়ুন- মেসিকে নিয়ে তোপ পিএসজির সভাপতির, কী বললেন তিনি?

 

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version