Saturday, May 3, 2025

ইডির বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতি সেনগুপ্তর

Date:

ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালির ঘটনায় মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।একই সঙ্গে তার নির্দেশ, পুলিশ আপাতত ইডি আধিকারিকদের গ্রেফতার করতে পারবে না।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। বাড়ির দরজায় তালা লাগানো ছিল। সেই তালা যখন ইডি আধিকারিকরা ভাঙতে যান, তখন তাঁদের দিকে তেড়ে এসেছিলেন গ্রামের হাজার হাজার বাসিন্দা।বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এক জনের মাথা ফেটে যায়।আক্রান্ত হন সিআরপিএফ জওয়ানরাও। এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে। আবার ইডি-র বিরুদ্ধেও থানায় এফআইআর দায়ের করা হয় শেখ শাহজাহানের পরিবারের তরফে।

জানা গিয়েছে, বাড়ির কেয়ারটেকার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পুলিশ ওই এফআইআরয়ের ভিত্তিতে কোনও আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে, আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা।
এদিকে, সন্দেশখালির ঘটনা ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত শেখ শাহজাহান অধরা। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, কেন্দ্র থেকেও চাপ বাড়বে। ইতিমধ্যেই ইডি ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানিয়েছে সিআরপিএফ। আর দিল্লিতে সদর দফতরে রিপোর্ট করেছে ইডি। সবমিলিয়ে সন্দেশখালি নিয়ে টানাপোড়েন অব্যাহত।

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version