Sunday, August 24, 2025

খুনের মামলায় ‘রক্ষাকবচ’ পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক

Date:

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) আগেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিল। এই গ্রেফতারি এড়াতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মর্মে আবেদন করেছেন। বিচারপতি জানতে চান যে কেন কোচবিহারের সাংসদ মনে করছেন যে তাঁকে গ্রেফতার করা হতে পারে? সেক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সংঘাতের বাহানা তুলে ধরার চেষ্টা করেছেন নিশীথের আইনজীবী। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। আগামী ২২ জানুয়ারি ফের শুনানি হওয়ার কথা। ততদিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন প্রতিমন্ত্রীর আইনজীবী।

বছর ছয়েক আগে অর্থাৎ ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম সামনে আসে। খুনের মামলা থেকে রেহাই পেতে আদালতের দ্বারস্থ হন নিশীথ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কিন্তু সাংসদের আর্জি খারিজ হয়ে যাওয়ায় গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের কাছে আবেদন করেন তিনি। বিচারপতি বলেন একতরফা বক্তব্য শুনে তিনি কোন রায় দিতে পারবেন না। সেক্ষেত্রে পরবর্তী শুনানি অর্থাৎ চলতি মাসের ২২ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এরপর নিশীথ প্রামানিকের আইনজীবী অনুরোধ করেন, যদি মামলার তারিখ একটু এগিয়ে নিয়ে আসা যায়। শেষ খবর পাওয়ার অনুযায়ী শুক্রবার এই মামলার শুনানি হবে অর্থাৎ আগামিকাল পর্যন্ত নিশীথকে গ্রেফতার করা যাবে না।

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version