Friday, November 28, 2025

সনাতন ধর্মের নিয়ম ল.ঙ্ঘনের অভিযোগ! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ‘না’ ৪ শঙ্করাচার্যের

Date:

Share post:

সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে! আর সেকারণেই রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ৪ শঙ্করাচার্য (Shankaracharya)। ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) উদ্বোধন হবে রামমন্দিরের। আর সেই অনুষ্ঠানেই এবার উপস্থিত না থাকার সিদ্ধান্ত সাফ জানিয়ে দিলেন দেশের চার শঙ্করাচার্য। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী হিসেবে সারা দেশের বহু সাধু-সন্ত উপস্থিত থাকার কথা। এমন আবহেই একাধিক সংবাদমাধ্যমের খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।

কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা?

উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, চার শংকরাচার্য সেদিন উপস্থিত থাকবেন না কেননা সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে এই অনুষ্ঠানে। তবে তিনি এও জানিয়েছেন, আমাদের কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। তবে খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন হচ্ছে। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ আরও বলেন, মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা একেবারেই শাস্ত্র বিরুদ্ধ। এদিকে পুরীপীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর দাবি, “মোদি সরকারের এই প্রচেষ্টা আসলে কোনও পবিত্র মন্দির নয়, এক সমাধিকে ঘিরে”। শীর্ষ ধর্মগুরুরা মনে করছেন, মোদিই থাকবে অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে। এর ফলে সনাতন শাস্ত্রের দিকটি অবহেলিত হবে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকার জন্য পুরী গোবর্ধন পীঠ, উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠ-সহ হিন্দু ধর্মের চার পীঠের শঙ্করাচার্যকে আমন্ত্রন জানানো হয়েছিল। কিন্তু কয়েকদিন আগেই পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য সবামি নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছিলেন, তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না। আর বৃহস্পতিবার উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সাফ জানিয়ে দিলেন অযোধ্যায় সনাতন ধর্ম লঙ্ঘন হতে চলেছে। আর সেকারনেই ৪ শঙ্করাচার্যের কেউই সেখানে উপস্থিত থাকবেন না বলে সাফ জানিয়েছেন।


spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...