Monday, August 25, 2025

রূপমের অনুষ্ঠানে ধুন্ধুমার, অস্ত্রসহ আটক ৪! বিশৃঙ্খলা তৈরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

গায়ক রূপম ইসলামের (Rupam Islam) অনুষ্ঠান বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।পূর্ব বর্ধমানের কালনাতেও (Kalna ) ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবে অনুষ্ঠান করতে বুধবার সন্ধ্যায় হাজির হন রূপম ও তাঁর সহযোগীরা। গায়ককে এক ঝলক দেখতে অনুরাগীদের ভিড় ক্রমশ বাড়তেই থাকে। এরপরই উপস্থিত দর্শকের মধ্যে বিজেপির (BJP) কিছু সমর্থক ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আর তখনই অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। সঙ্গীতানুষ্ঠানে অস্ত্র নিয়ে কী করছিলেন অভিযুক্তরা তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কালনা থানার পুলিশ (Kalna Police)।

অভিযোগ অযাচিতভাবে মূল অনুষ্ঠান মঞ্চের সামনে বেশ কিছু মানুষ ভিড় করেন। গায়কের অনুরাগীদের যাতে কোন সমস্যা দেখা হয় , তাই দর্শকদের জন্য সব ধরনের বন্দোবস্ত করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ভিড় করা হলে প্রথমেই মাইকিং করে পুলিশের তরফ থেকে সকলকে সতর্ক করা হয়। কিন্তু অভিযুক্তরা সে কথায় কান দেননি বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। পরিস্থিতি চরমে পৌঁছনোর কারণে রাস্তায় পড়ে যান অনেকে, আহতও হন বহু মানুষ। এমনকি পাঁচিল টপকে ভেতরে যেতে গিয়েও আহত হন অনেকেই। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে এই মেলা হয়। তাঁর অভিযোগ অনুষ্ঠান ব্যর্থ করতে এবং মেলায় উত্তেজনা সৃষ্টি করে বিজেপি ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করেছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version