হাড় কাঁপানো ঠান্ডার অপেক্ষায় ছিলেন রাজ্যবাসী, অবশেষে সুখবর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ রাত থেকেই বঙ্গে কমবে তাপমাত্রার পারদ। উত্তরের হাওয়া প্রবেশ করার ফলে প্রায় দু থেকে চার ডিগ্রি কমবে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডায় কাঁপবে। ভরা শীতেই মকর সংক্রান্তি কাটবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজ রাত থেকেই শীতের স্পেল উপভোগ করবেন দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের হতে পারে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়।