Saturday, May 17, 2025

স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে আজ দুপুরে বিবেকানন্দের বাড়ি যাবেন অভিষেক 

Date:

বাংলা তথা দেশের অন্যতম যুব আইকন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬২তম জন্মদিন উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক বছর এই দিনটিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ বছরও সেই সূচিতে কোনও বদল হচ্ছে না। সূত্রের খবর আজ দুপুর দুটো নাগাদ স্বামী বিবেকানন্দের বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ দিনভর বাংলা জুড়ে দলের সর্বস্তরের নেতা- কর্মীরা একাধিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন। পাড়া থেকে ক্লাব, প্রাইমারি থেকে হাইস্কুলেও এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বীর সন্ন্যাসীকে সোশ্যাল মিডিয়ায় প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক। গতবছর সিমলা স্ট্রিটে বিবেকানন্দের মূর্তিতে মালায় দেওয়া পাশাপাশি, সেখানকার শিবমন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার প্রতিকৃতিতেও মালা দেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সকাল থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে। বেলুড় মঠে সর্বদাই স্বামীজির জন্মতিথি উৎসব পালিত হয়। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম হয়েছিল নরেনের। সেই সময়কে মাথায় রেখে চলতি বছরের ২ মার্চ বিবেকানন্দের আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হবে দেশের সব রামকৃষ্ণ মঠ মিশনে। তবে আজ সকাল থেকে ভক্তরা ধীরে জমিয়েছেন বেলুড় মঠে। আজ শ্রীরামকৃষ্ণের পুজোর পর বিবেকানন্দের স্তব গান এবং ধর্মসভার আয়োজন করা হয়েছে। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সকাল থেকেই উপচে পড়া ভিড় মঠ প্রাঙ্গণে।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version