Saturday, August 23, 2025

খুলে গেল দেশের সবথেকে বড় সমুদ্র ব্রিজ, মুম্বাই থেকে ‘দূরত্ব কমল’ গোয়ার

Date:

২০১৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন। আট বছর পরে দেশের সবথেকে বড় সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক (MTHL) বা অটল সেতুর উদ্বোধন হল শুক্রবার। লোকসভা নির্বাচনের আগে এই সেতু উদ্বোধনকেও নির্বাচনী প্রচারের কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সেতুর সাহায্যে শুধুমাত্র মুম্বাই ও নভি মুম্বাইয়ের মধ্যেই যোগাযোগ স্থাপন হল, এমনটা নয়। এর মাধ্যমে দেশের বাণিজ্য নগরীর সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন হল দক্ষিণ ভারতের।

মুম্বাইয়ের সেওরি (Sewri) থেকে শুরু করে সমুদ্রের ওপর দিয়ে রাইগড় জেলার নব সেবা (Nhava Sheva) পর্যন্ত ২১.৮ কিমি দীর্ঘ এই সেতু বিস্তৃত। এর মধ্যে ১৬.৫ কিমিই রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। সেতুর ওপর ছয় লেনের রাস্তা রয়েছে, যা এই উদ্বোধনের পর খুলে যাবে সাধারণ মানুষের জন্য। দৈনিক গড়ে ৭০ হাজার গাড়ি এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারবে। এই সেতুর সাহায্যে মুম্বাই থেকে পুনে, গোয়া ও দক্ষিণ ভারতে যাতায়াতেও কম সময় লাগবে। গুরুত্বপূর্ণ এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা।

শুক্রবার মহারাষ্ট্র সফরে এই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি সেতু প্রস্তুতকারক আধিকারিকদের সঙ্গে সেতুর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন, ঘুর দেখেন ছবির গ্যালারি। উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিতি ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাত শিণ্ডে, উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, রাজ্যপাল রমেশ ব্যাস। তবে এই উদ্বোধনের পরেই অন্য একটি অনুষ্ঠানে লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে আরও উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, যার মধ্যে বুলেট ট্রেনও রয়েছে। নিজে যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার উদ্বোধন আট বছর পর করেও দিনটিকে মহারাষ্ট্রের জন্য গর্বের দিন বলে উল্লেখ করেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version