Tuesday, August 26, 2025

১) আজ এএফসি এশিয়ান কাপের অভিযান শুরু করছে ভারতীয় দল। ‘বি’ গ্রুপে ভারতের প্রথম প্রতিপক্ষই শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতীয় সময় বিকেল পাঁচটায় ম্যাচ। নিয়মিত তারা বিশ্বকাপে খেলে। গতবার কাতার বিশ্বকাপে শেষ ষোলোতেও উঠেছে অস্ট্রেলিয়া।ফলে সুনীলদের সামনে লড়াই অত্যন্ত কঠিন, তা মানতে দ্বিধা নেই ভারতের কোচ ইগর স্টিম্যাচের।

২) আজ এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করবে ভারতীয় দল।প্রথম ম্যাচে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। তার আগে সুনীল ছেত্রীদের উজ্জীবিত করলেন টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া। পাশাপাশি দেশবাসীর কাছে অনুরোধ করলেন টিম ইন্ডিয়ার পাশে থাকতে।

৩) ইয়ুথ লিগে অনুর্ধ্ব-১৭-এর ডার্বিতে বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগে বড় শাস্তির মুখে পরল ইস্টবেঙ্গল। অনুর্ধ্ব-১৭ ডার্বি ম্যাচে বয়স ভাঁড়ানো হয়েছে বলে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। জানা যাচ্ছে, ভুল ফুটবলার খেলানোর জন্য ৬০ হাজার টাকা জরিমানা সহ শাস্তিস্বরূপ ইস্টবেঙ্গলের কেটে নেওয়া হয়েছে তিন পয়েন্ট। শুধু ইস্টবেঙ্গল ক্লাব নয়, তাদের দলের অনুর্ধ্ব-১৭-র এক ফুটবলারকে ৪ বছরের জন্য নির্বাসনে পাঠাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

৪) আজ রঞ্জিট্রফির দ্বিতীয় ম্যাচে নামেছিলো বাংলা দল। সেই ম্যাচে বাংলার প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। দিনের শেষে বাংলার রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ৯৫ রান বাংলার। উত্তরপ্রদেশের থেকে ৩৫ রানে এগিয়ে মনোজ তিওয়াড়ির দল। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ করে মাত্র ৬০ রান। সৌজন্যে মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ।

৫) আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে শিবম দুবে। ৬০ রানে অপরাজিত তিনি। দলের হওয়ে এই রান করতে পেরে উচ্ছ্বসিত শিবম । জয়ের পর যাবতীয় কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। জানালেন, যা কিছু করেছেন তা ধোনির পরামর্শ পেয়েই।

আরও পড়ুন –আগামিকাল এএফসি এশিয়ান কাপের অভিযান শুরু ভারতের, প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version