Thursday, August 21, 2025

ভিসা পেলেন হাবাস, ডার্বি ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে বাগান কোচকে : সূত্র

Date:

Share post:

অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গেলেন মোহনবাগান সুপার জায়েন্ট-এর স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে ভারতের ভিসা পেলেন তিনি। সব ঠিক থাকলে আগামী সোমবার ভুবনেশ্বরে মোহনবাগান দলের সঙ্গে যোগ দিতে পারেন হাবাস। সুপার কাপের ডার্বি আগামি শুক্রবার। তার আগেই কোচের হট সিটে দেখা যেতে পারে হাবাসকে। জুয়ান ফেরান্দোকে বরখাস্ত করার পর, হাবাসের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

সুপার কাপের প্রথম ম্যাচে শ্রিনিধি ডেকান এফসির বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ক্লিফোর্ড মিরান্ডার দল। এর মধ্যেই হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচে কি দেখা যাবে হাবাসকে? সম্ভাবনা সেরকমই। ফলে ডার্বি ম্যাচে হয়ত ডাগ আউটে দেখা যাবে তাঁকে। ডার্বি ম্যাচের আগে ডিফেন্সের সমস্যায় ভুগতে হচ্ছে হাবাস বাহিনীকে। গোল খাওয়ার সমস্যা মেটাতে হবে। তা হলে অনেকটাই চাপমুক্ত হবে মোহনবাগান।

দলের সঙ্গে না থাকলেও, ফোনে দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নির্দেশ দিয়েছেন হাবাস। তবে এবার সশরীরে আসতে চলেছেন তিনি। এর মধ্যে ভারতীয় দলের ক্যাম্পে সাত ফুটবলার চলে যাওয়ায় বেশ চাপে পড়তে হয়েছে মোহনবাগানকে। তবে আনোয়ার আলি দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা হলেও সুবিধা পেয়েছে মোহনবাগান। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি মোহনবাগান। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাবাসই। তবে সাইডব্যাক খুঁজলেও এই পজিশনে কোনও ফুটবলার পাওয়া যাচ্ছে না বলেই সবুজ-মেরুন সূত্রের খবর। আসলে ক্যাপ্টেন শুভাশিস বসু সমস্ত ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাঁর যদি চোট লেগে যায় তা হলে কী হবে? সেটাও এখন বেশ ভাবাচ্ছে মোহনবাগানকে। এর মধ্যেই দেশে এসে যাচ্ছেন হাবাস। ফলে সেই সমস্যাও সমাধান হয়ে যেতে পারে। কারণ দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন- Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...