Tuesday, November 11, 2025

দোকান, মল, রেস্তোঁরায় রাখতে হবে রাম মন্দিরের রেপ্লিকা: হুমকি ইন্দোরের মেয়রের

Date:

রামের নামে এবার জুলুমবাজি বিজেপির! সমস্ত মল, রেস্তোঁরা এবং অন্যান্য প্রতিষ্ঠানে রাখতে হবে রাম মন্দিরের রেপ্লিকা। কার্যত হুমকির সুরে এমনই নির্দেশ দিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব। যদি কেউ না রাখেন সেক্ষেত্রে ইন্দোরের মানুষ এর উত্তর দেবে বলে হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। সেই অনুষ্ঠানের দিন ইন্দোরে সমস্ত দোকানপাঠ, মল, রেস্তোঁরায় রাম মন্দিরের রেপ্লিকা রাখার প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন, আমরা সমস্ত মল, রেস্তোঁরা এবং প্রতিষ্ঠানকে রাম মন্দিরের রেপ্লিকা স্থাপনের জন্য অনুরোধ করেছি। তিনি বলেন, যদি ২৫ ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি শপিং মল, রেস্তোরাঁয় সান্তা ক্লজ এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজাতে কারুরু কোনো আপত্তি না থাকে, তাহলে রাম মন্দিরের রেপ্লিকা বসাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এছাড়াও, এই রামময় উৎসবে যদি কেউ কোনো কারণ ছাড়াই অসহযোগিতা দেখায়, তাহলে ইন্দোরের মানুষ তাদেরও জবাব দেবে। বলার অপেক্ষা রাখে না মেয়রের এহেন বার্তা কোনও অনুরোধ নয়, রীতিমতো হুমকি।

পুষ্যমিত্র ভার্গব আরও বলেন, ২২ জানুয়ারি রাম লালার অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ইন্দোরে ১.১১ কোটি প্রদীপ জ্বালানো হবে। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় রামমন্দির প্রাণ-প্রতিষ্ঠা উৎসবের প্রস্তুতি নিয়ে শহরের গণ্যমান্য ব্যক্তিদের একটি বৈঠক করেছেন। এর পরে তিনি বলেন, রাম মন্দিরের উদ্বোধন উদযাপনের অংশ হিসাবে ২২ জানুয়ারি ইন্দোরের প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বলবে। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের বিশেষ প্রস্তুতি চলছে। বাড়ি ঘর থেকে থেকে শুরু করে রাস্তাঘাট সাজানো হচ্ছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version