Sunday, August 24, 2025

‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন রহমান? নজরুল গীতি বিতর্কে মুখ খুললেন সুরকার!

Date:

Share post:

নভেম্বরের বিনোদুনিয়া জুড়ে জড়িয়ে ছিল একটাই নাম এ আর রহমান (A R Rahman)। ২০২৩ সালের এই মাসেই মুক্তি পেয়েছিল ‘পিপ্পা’ (Pippa) ছবিতে ব্যবহৃত নজরুলগীতি ‘কারার ঐ লৌহ কপাট’। গান প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিরোধিতা ও সমালোচনা। কাজী নজরুল ইসলামের পরিবার থেকে শুরু করে সংগীত প্রেমী মানুষ প্রত্যেকেই গর্জে উঠেছিলেন। প্রশ্ন উঠেছিল এ আর রহমানের মতো একজন বিশ্ববন্দিত সুরকার কি করে নজরুলগীতির (Nazrul Song) অপমান করতে পারলেন? পক্ষে-বিপক্ষে একাধিক মন্তব্য শোনা গেলেও সুরকার নিজেই এই নিয়ে একটি শব্দ খরচ করেননি। তবে নতুন বছরেই ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝে নিজের ‘মানসিক অবস্থান’ স্পষ্ট করলেন সবার সামনে।

কাজী নজরুল ইসলাম কবি এবং সুরকার হিসেবে সাহিত্য ও সংস্কৃতি মানুষের মনে এক আলাদা জায়গা নিয়ে আছেন। তাঁর গানের বিকৃতি বাঙালি কখনই বরদাস্ত করবে না। সেইসময় গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে এসেছিল। রহমানের মনের উপর দিয়ে কোন ঝড় বয়ে গেছিল তা কেউ জানতে পারেনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন গায়ক। সেখানে অবশ্য এই গানের প্রসঙ্গে কোন কথা বলেননি তিনি, তবে দুঃসময় কী ভাবে মনের জোর বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “ছোট বয়সে অনেক সময় নিজেকে শেষ করে ফেলার ভাবনা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে নিজেকে বার করার জন্য আমায় অনেক কষ্ট করতে হয়েছে। সে সময় মা আমায় বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এ সব ভাবনা আমার মাথায় আসবে না।” মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে না আজও। রহমান বলেন, নিজের জন্য না ভেবে চারপাশের মানুষের কথা মানলে কখনও নেতিবাচক চিন্তাভাবনা মনকে প্রভাবিত করে না। এই সাক্ষাৎকার নেট দুনিয়ায় আসার পরই অনেকেই বলছেন গায়ক-সুরকার নেগেটিভিটির বিষয়ে এত কথা বলার মধ্যে দিয়ে কি পুরনো বিতর্কের উত্তর দিলেন? না, সোশ্যাল মিডিয়ায় ফের নির্বাক রহমান!

spot_img

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...