Wednesday, November 12, 2025

৫০ রানে পিছিয়ে বাংলা, তৃতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮, কাইফ নিলেন ৩ উইকেট

Date:

তৃতীয় দিনে উত্তরপ্রদেশের থেকে ৫০ রানে পিছিয়ে বাংলা। দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮। বাংলার হওয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে ফের তান্ডব চালালেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। নিয়েছেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ৬০ রানে শেষ হওয়ে গিয়েছিলো উত্তরপ্রদেশের ইনিংস। প্রথম ইনিংসে ১৮৮ রান করে মনোজ তিওয়াড়ির দল। বাংলা প্রথম ইনিংসে ১২৮ রানে লিড নেয়। জবাবে ব্যাট করতে সেই রান পার করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হওয়ে সমর্থ সিং করেন ৫৪ রান। অন্য ওপেনার আরিয়ান জুয়েল করেন ৪২ রান। তাঁদের দু’জনকেই আউট করেন মহম্মদ কাইফ। প্রিয়ম গর্গ করেন ১২ রান। তাঁর উইকেট নেন কাইফ। অধিনায়ক নীতীশ রানা ৪৭ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন আকাশ দীপ নাথ। করণ শর্মা করেন ৪ রান। তাঁর উইকেট নিয়েছেন সূরজ সিন্ধু জয়সওয়াল।

এদিকে কুয়াশার জন্য ম্যাচের অনেকটা সময় খেলা সম্ভব হয়নি। প্রতিদিনই ম্যাচ শুরু হওয়েছে দেরিতে। প্রথম এবং দ্বিতীয় দিনও খেলা শুরু হয়েছে অনেক দেরিতে। সোমবারও কুয়াশার কারণে শুরু থেকে খেলা সম্ভব হবে কি না সন্দেহ। তবে বাংলার কাছে এখনও সরাসরি ম্যাচ জেতার সুযোগ রয়েছে। সেটা না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ৩ পয়েন্ট পাবে বাংলা।

আরও পড়ুন- সামনেই ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইলো বড় আপডেট

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version