Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারলো ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিট যে লড়াইটা চালিয়েছিল ভারতীয় দল, সেটা দ্বিতীয়ার্ধে একেবারে ছিলো ফিকে। প্রথম ৪৫ মিনিটে শুধু ডিফেন্স করে গোল বাঁচানো নয়, গোল করার মতো জায়গাতেও চলে গিয়েছিল ভারত। তবে সুনীল ছেত্রী গোল করতে না পারায় ভুগতে হল।

২) রঞ্জিট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৮ রান করলো বাংলা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান উত্তরপ্রদেশের। ৮২ রানে পিছিয়ে তারা। বাংলার হওয়ে ৪৬ রানে অপরাজিত মহম্মদ কাইফ। ৪১ রান শ্রেয়ান্স ঘোষের।

৩) শনিবার সন্ধ্যায় আট বছর পর ক্রিকেটের নন্দনকাননে পা রাখলেন বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড। সিএবির কর্তারা বিশ্ব ক্রিকেটের ‍‘বিগ ক্যাট’-কে স্মারক, সোনার ব্রেসলেট, ব্লেজার উপহার দিয়ে বরণ করে নেন।ক্রিকেটের নন্দনকাননে এসে উচ্ছ্বসিত লয়েড।

৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্টে প্রথম দুই ম্যাচে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। শোনা যাচ্ছিল, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই নাকি তাঁকে বাদ দেওয়া হয়েছে।

৫) আজ সুপার কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। লাল-হলুদের মুখোমুখি শ্রীনিধি ডেকান। অপরদিকে মোহনবাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। ডার্বির আগে বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে রাখার চেষ্টা মোহনবাগানের। অপরদিকে শ্রীনিধিকে যথেষ্ট সমীহ ইস্টবেঙ্গল কোচের।

আরও পড়ুন – লয়েডকে বিশেষ সম্মান সিএবির