Monday, November 10, 2025

ডানকুনিতে বিজেপির বিরুদ্ধে তোপ  কল্যাণের

Date:

Share post:

ডানকুনিতে এক রক্তদান শিবিরে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি বলেন, এখানে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সন্দেশখালিতে গন্ডগোল হয়েছে বলে সারা রাজ্যে সিআইএসএফ , সিআরপিএফ রুট মার্চ চালাতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা দেখে নির্বাচন কমিশন । এই সময় তারা যদি মনে করে কোন জায়গায় সিআরপিএফ বা সিআইএসএফ টহল দেওয়ার দরকার আছে তারা সেটা করতে পারে, তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেই এই সব পরিকল্পনা করেছে।

তার সাফ কথা, কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে তার বাড়িতে সিআরপিএফ নিয়ে যাক ,কিছু বলার নেই ।কিন্তু তা না করে পাড়ায় পাড়ায় সিআরপিএফ টহল দিচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এটা কখনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হতে পারে না। যেখানে সেখানে রুট মার্চ করার অধিকার সিআরপিএফ বা সিআইএসএফের নেই।

কল্যাণ বলেন, সিবিআই তদন্ত করছে গ্রেপ্তারও করেছে, কিন্তু আজ দেড় থেকে দু বছর হয়ে গেল সেই সমস্ত মানুষ যাদের গ্রেপ্তার করেছে, তাদের জেলে রাখা হয়েছে। কিন্তু এখনো তাদের ট্রায়াল শুরু হল না কেন? এরাজ্যে বিজেপির একজন নেতা আছে ,তিনি বলছেন দরকার হলে আপনারা কোর্টে যান, আরে আমরা কোর্টে যাই না আমরা যাই ভোটে, সেই ভোটেই তোমাদের মোকাবিলা করব। রাজ্যের বিরোধী দলনেতা যিনি বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু তারই তো জেলে থাকার কথা কিন্তু হাইকোর্টের একজন বিচারক রক্ষাকবচের আশীর্বাদ তার মাথায় রেখেছেন, যার জন্য তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং বড় বড় কথা বলছেন।

 

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...