Tuesday, January 13, 2026

আজ সুপার কাপে ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি

Date:

Share post:

আজ সুপার কাপের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ওপর দিকে সন্ধ্যায় নামছে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। সুপার কাপে ১৯ জানুয়ারির ডার্বির ড্রেস রিহার্সাল আজ রবিবার দু’দলের কাছেই। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠে নামার আগেই দুপুরে মোহনবাগান নামছে গ্রুপ ‘এ’-র ম্যাচে। প্রথম ম্যাচে আই লিগের দল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে সবুজ-মেরুন। কিন্তু চোট সমস্যা ও জাতীয় দলের সাত ফুটবলার না-থাকার প্রভাব পড়ছে খেলায়। এই অবস্থায় ডার্বির আগে বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে রাখার চেষ্টা করবে মোহনবাগান। কারণ, বড় ম্যাচ ড্র হলে নক আউটে যাওয়ার ক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য।

মোহনবাগানের নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ভিসা পেয়ে গিয়েছেন। রবিবার স্পেন থেকে বিমানে উঠবেন। সোমবার তাঁর ভুবনেশ্বর পৌঁছনোর কথা। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে ডাগ আউটে পাবে না দল। শ্রীনিধির বিরুদ্ধে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুর গোলে জিতলেও অনেক ফাঁকফোকর ছিল দলে। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরিরা না থাকায় মাঝমাঠে ব্লকিং ঠিকমতো হচ্ছে না। মাঝমাঠে নিয়ন্ত্রণ না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। হাবাসের পরামর্শ মেনে আপাতত পরিস্থিতি সামাল দিচ্ছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। কিন্তু কামিন্স, সাদিকু, কিয়ান নাসিরিরা গোল না পেলে সমস্যা বাড়বে। স্বস্তির খবর, ব্রেন্ডন হ্যামিল ও গ্লেন মার্টিন্স ফিট। আগের ম্যাচে লাল কার্ড দেখায় অভিষেক সূর্যবংশীকে পাবে না দল। রক্ষণে হ্যামিল ও মাঝমাঠে গ্লেনকে খেলিয়ে দলে ভারসাম্য আনার চেষ্টা করতে পারেন ক্লিফোর্ড। ভাঙাচোরা হায়দরাবাদ ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেগ দিয়েছে। তাই সতর্কও থাকছে সবুজ-মেরুন শিবির। ক্লিফোর্ড বললেন, ‘‘আমরা ডার্বি নিয়ে এখন ভাবছি না। আগে হায়দরাবাদ ম্যাচ জিততে হবে। ম্যাচ সহজ হবে না।’’

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

বন্ধ হচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা। গিগ কর্মীদের নিরাপত্তা (Gig worker safty) নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার (Central...

ইরানে হামলা করতে চলেছে আমেরিকা! মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বাড়ছে জল্পনা 

অশান্ত ইরানের (Iran) নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ এসেছে আমেরিকা থেকে। কিন্তু কেন? তাহলে কি শুল্ক নিয়ে বড় ঘোষণার...

গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

সাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রতি কেন্দ্রের...

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প...