Wednesday, December 3, 2025

আজ সুপার কাপে ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি

Date:

Share post:

আজ সুপার কাপের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ওপর দিকে সন্ধ্যায় নামছে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। সুপার কাপে ১৯ জানুয়ারির ডার্বির ড্রেস রিহার্সাল আজ রবিবার দু’দলের কাছেই। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠে নামার আগেই দুপুরে মোহনবাগান নামছে গ্রুপ ‘এ’-র ম্যাচে। প্রথম ম্যাচে আই লিগের দল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে সবুজ-মেরুন। কিন্তু চোট সমস্যা ও জাতীয় দলের সাত ফুটবলার না-থাকার প্রভাব পড়ছে খেলায়। এই অবস্থায় ডার্বির আগে বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে রাখার চেষ্টা করবে মোহনবাগান। কারণ, বড় ম্যাচ ড্র হলে নক আউটে যাওয়ার ক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য।

মোহনবাগানের নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ভিসা পেয়ে গিয়েছেন। রবিবার স্পেন থেকে বিমানে উঠবেন। সোমবার তাঁর ভুবনেশ্বর পৌঁছনোর কথা। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে ডাগ আউটে পাবে না দল। শ্রীনিধির বিরুদ্ধে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুর গোলে জিতলেও অনেক ফাঁকফোকর ছিল দলে। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরিরা না থাকায় মাঝমাঠে ব্লকিং ঠিকমতো হচ্ছে না। মাঝমাঠে নিয়ন্ত্রণ না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। হাবাসের পরামর্শ মেনে আপাতত পরিস্থিতি সামাল দিচ্ছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। কিন্তু কামিন্স, সাদিকু, কিয়ান নাসিরিরা গোল না পেলে সমস্যা বাড়বে। স্বস্তির খবর, ব্রেন্ডন হ্যামিল ও গ্লেন মার্টিন্স ফিট। আগের ম্যাচে লাল কার্ড দেখায় অভিষেক সূর্যবংশীকে পাবে না দল। রক্ষণে হ্যামিল ও মাঝমাঠে গ্লেনকে খেলিয়ে দলে ভারসাম্য আনার চেষ্টা করতে পারেন ক্লিফোর্ড। ভাঙাচোরা হায়দরাবাদ ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেগ দিয়েছে। তাই সতর্কও থাকছে সবুজ-মেরুন শিবির। ক্লিফোর্ড বললেন, ‘‘আমরা ডার্বি নিয়ে এখন ভাবছি না। আগে হায়দরাবাদ ম্যাচ জিততে হবে। ম্যাচ সহজ হবে না।’’

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

হিসাবে কমছে দেশের বেকরত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...