Tuesday, August 26, 2025

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয় পড়ুয়ার। মাত্র ১৬ দিন আগে আমেরিকার কানেকটিকাট প্রদেশে পা রেখেছিল ওই দুই যুবক। রবিবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত ওই দুই পড়ুয়ায় নাম গাট্টু দিনেশ এবং ও নিকেশ। দিনেশ ছিলেন তেলেঙ্গানার ওয়ানাপার্থির বাসিন্দা। নিকেশ থাকতেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। তাঁদের দু’জনেরই বয়স কুড়ির মধ্যে। দুই ছাত্রই মার্কিন মুলুকের কানেকটিকাট প্রদেশে থাকতেন। কানেকটিকাটের পুলিশ ওই দুই ছাত্রের পরিবারকে জানিয়েছে, ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন তাঁরা। দিনেশের বাবা পেশায় রিয়েলটর। তাঁর বাবা জানিয়েছেন, “রবিবার স্থানীয় বন্ধুরা তাঁদের সঙ্গে দেখা করতে গেলে অনেক ডাকাডাকির পরও তাঁরা কেউ দরজা খোলেননি। তখনই তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁদের দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত ওই দু’জনের মৃত্যুর কারণ জানা যায়নি।”

দিনেশের বাবা গাট্টু ভেঙ্কন্নার আশঙ্কা, কার্বন মনোক্সাইডের কারণে তাঁদের মৃত্যু হতে পারে। তবে নিকেশের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত বছর চেন্নাইয়ের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি’টেক পাশ করেছিলেন দিনেশ। এরপর আমেরিকার কানেকটিকাটের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন মুলুকে গিয়ে মৃত্যু হল পড়ুয়াদের।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version