Friday, December 26, 2025

অর্থনৈতিক সমস্যায় ভুগছে দেশ, মোদি ব্যস্ত আত্মপ্রচারে! তথ্য তুলে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দেশের অর্থনীতি ডুবতে বসেছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত আত্ম-প্রচারে। দেশের অর্থনৈতিক খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে। আর শিল্পে উৎপাদন নেমেছে সর্বনিম্নে। চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে রামমন্দির নিয়ে রাজনীতিতে ব্যস্ত কেন্দ্রের শাসক দল। তখন তৃণমূল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা। একেবারে পরিসংখ্যান তুলে ধরে প্রমাণ দিল তৃণমূল।

মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে বিজেপি মূল ইস্যুগুলি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল তা একে একে তুলে ধরল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল এদিন তথ্য দিয়ে জানিয়েছে, অর্থনৈতিক খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরে ৯.৫৩ শতাংশ বেড়েছে। আর শিল্প উৎপাদন নভেম্বরে আট মাসের সর্বনিম্ন ২.৪ শতাংশে নেমেছে। ভোক্তা খাদ্য মূল্য সূচকের ধারাবাহিক পতন হয়েছে। দেশে ধনী ও দরিদ্রের মধ্যে রোজগারের বিস্তর ফারাক। ধনীদের ২০ শতাংশের আয় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের আয় সেখানে হ্রাস পেয়েছে।

বেকারত্বের হারও রেকর্ড বেড়েছে। নতুন কর্মসংস্থানের অভাব প্রকট হচ্ছে দেশে। নোটবন্দির পরে শিল্প উৎপাদনে বিরাট পতন দেখা দিয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। তারপর রাজ্যগুলির মধ্যে সুযোগ-সুবিধার অসমতা বজায় রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক সুবিধার ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে বৈষম্য স্পষ্ট। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা এবং মধ্যপ্রদেশের স্থান সবথেকে নীচে। এছাড়া কর্মসংস্থানে লিঙ্গ-বৈষম্য দেখা দিয়েছে প্রবলভাবে। মহিলাদের কর্মসংস্থানের হার ১১.৮৮ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৯৬ শতাংশ। শহরাঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের হার কমে ১০.৭৭ শতাংশ থেকে হয়েছে ৫.৫৭ শতাংশ।

২০২২ সালের ডিসেম্বরে বার্ষিক খাদ্য মূল্যস্ফীতি যেখানে ৪.১৯ শতাংশ ছিল, সেখানে ২০২৩-এর ডিসেম্বরে ৯৫.৩ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে টমেটোর বর্ধিত দামের প্রভাবে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছিল। ডিসেম্বরে খুচরো বাজারে পেঁয়াজের মূল্যস্ফীতি বেড়েছে ৭৪.১৭ শতাংশ। ডালের মূল্যস্ফীতি ডিসেম্বরে বেড়েছে ২০.৭৩ হয়েছে। ক্রমহ্রাসমান উৎপাদন ও পক্ষান্তরে মূল্যস্ফীতি প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। ডুবতে শুরু করেছে দেশ। কোনও হেলদোল নেই কেন্দ্রের সরকারের।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...