Tuesday, August 26, 2025

অর্থনৈতিক সমস্যায় ভুগছে দেশ, মোদি ব্যস্ত আত্মপ্রচারে! তথ্য তুলে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দেশের অর্থনীতি ডুবতে বসেছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত আত্ম-প্রচারে। দেশের অর্থনৈতিক খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে। আর শিল্পে উৎপাদন নেমেছে সর্বনিম্নে। চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে রামমন্দির নিয়ে রাজনীতিতে ব্যস্ত কেন্দ্রের শাসক দল। তখন তৃণমূল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা। একেবারে পরিসংখ্যান তুলে ধরে প্রমাণ দিল তৃণমূল।

মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে বিজেপি মূল ইস্যুগুলি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল তা একে একে তুলে ধরল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল এদিন তথ্য দিয়ে জানিয়েছে, অর্থনৈতিক খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরে ৯.৫৩ শতাংশ বেড়েছে। আর শিল্প উৎপাদন নভেম্বরে আট মাসের সর্বনিম্ন ২.৪ শতাংশে নেমেছে। ভোক্তা খাদ্য মূল্য সূচকের ধারাবাহিক পতন হয়েছে। দেশে ধনী ও দরিদ্রের মধ্যে রোজগারের বিস্তর ফারাক। ধনীদের ২০ শতাংশের আয় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের আয় সেখানে হ্রাস পেয়েছে।

বেকারত্বের হারও রেকর্ড বেড়েছে। নতুন কর্মসংস্থানের অভাব প্রকট হচ্ছে দেশে। নোটবন্দির পরে শিল্প উৎপাদনে বিরাট পতন দেখা দিয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। তারপর রাজ্যগুলির মধ্যে সুযোগ-সুবিধার অসমতা বজায় রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক সুবিধার ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে বৈষম্য স্পষ্ট। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা এবং মধ্যপ্রদেশের স্থান সবথেকে নীচে। এছাড়া কর্মসংস্থানে লিঙ্গ-বৈষম্য দেখা দিয়েছে প্রবলভাবে। মহিলাদের কর্মসংস্থানের হার ১১.৮৮ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৯৬ শতাংশ। শহরাঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের হার কমে ১০.৭৭ শতাংশ থেকে হয়েছে ৫.৫৭ শতাংশ।

২০২২ সালের ডিসেম্বরে বার্ষিক খাদ্য মূল্যস্ফীতি যেখানে ৪.১৯ শতাংশ ছিল, সেখানে ২০২৩-এর ডিসেম্বরে ৯৫.৩ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে টমেটোর বর্ধিত দামের প্রভাবে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছিল। ডিসেম্বরে খুচরো বাজারে পেঁয়াজের মূল্যস্ফীতি বেড়েছে ৭৪.১৭ শতাংশ। ডালের মূল্যস্ফীতি ডিসেম্বরে বেড়েছে ২০.৭৩ হয়েছে। ক্রমহ্রাসমান উৎপাদন ও পক্ষান্তরে মূল্যস্ফীতি প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। ডুবতে শুরু করেছে দেশ। কোনও হেলদোল নেই কেন্দ্রের সরকারের।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...