Tuesday, August 26, 2025

প্রতিক্ষার অবসান। শহরে চলে এলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। সোমবার সকালেই শহরে চলে আসেন তিনি। মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে যাবেন। কলকাতা ডার্বিতে সম্ভবত তাঁকেই ডাগআউটে দেখা যেতে চলেছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাবাস মরশুমের শুরু থেকেই যুক্ত ছিলেন সবুজ-মেরুনের সঙ্গে। এবার তাঁকে নতুন দায়িত্বে এনেছে টিম ম্যানেজমেন্ট।

 

মঙ্গলবার ভুবনেশ্বর যাওয়ার আগে হাবাস বললেন, “আমি বরাবরই কলকাতাকে নিজের দ্বিতীয় ঘর বলে মনে করি। এই শহরের ফুটবলপ্রেমী মানুষ আমার খুব প্রিয়। এখানকার সবই আমার চেনা। সেই শহরের একটি শতাব্দীপ্রাচীন ক্লাবে কোচের দায়িত্বে আমাকে ফের কাজ করার সুযোগ দেওয়ার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃত্জ্ঞ। চেষ্টা করব মোহনবাগানকে সেরা করার। সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণের। এই শহর আমাকে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে। সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করব।”
১৯ জানুয়ারি সুপার কাপের মহা ডার্বি। তার আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বহু যুদ্ধের সৈনিক হাবাস। ভুবনেশ্বরে যাওয়ার আগে অভিজ্ঞ কোচ ডার্বি নিয়ে বলেন, “টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই। এবার হাতে কলমে মাঠে নেমে কাজ করতে হবে। দলের যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার নিয়মিত ফোনে যোগাযোগ রয়েছে। ভুবনেশ্বরে দেখা হবে ক্লিফোর্ডের সঙ্গে। ফুটবলারদের সঙ্গেও দেখা হবে। সবাই মিলে একটা টিম হিসেবে সেরাটা মেলে ধরাই চ্যালেঞ্জ।”

আরও পড়ুন- কোচবিহার ট্রফির ফাইনালে নজির গড়লেন প্রখর, ভেঙে দিলেন যুবরাজের রেকর্ড

 


Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version