Thursday, August 21, 2025

সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলো রিয়াল। রিয়ালের হওয়ে হ্যাটট্রিক ভিনিসিয়াস জুনিয়রের। মাঠে বসেই নিজের প্রাক্তন ক্লাবের জয় দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় রিয়াল মাদ্রিদ। যার ফলে ম্যাচের ৭ মিনিটের মাথায় ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন ভিনিসিয়াস। প্রথম গোল ৭ মিনিটের মাথায়। বেলিংহ্যামের পাস থেকে গোল করেন ভিনি। তিন মিনিট পরে রদ্রিগোর পাস থেকে আসে ভিনির দ্বিতীয় গোল। তবে এরপরই ম্যাচে পাল্টা আক্রমণ চালায় বার্সা। যার ফলে ম্যাচের ৩৩ মিনিটে ১-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বার্সাকে ম্যাচে ফেরান রবার্ট লেয়নডস্কি। কিন্তু তার ছ’মিনিট পরেই খেলার ভাগ্য লিখে ফেলেন ভিনিসিয়াস। পেনাল্টি থেকে নিজের ও দলের তৃতীয় গোল করেন তিনি।প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ৩-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও চলে রিয়াল মাদ্রিদের আক্রমণের ঝড়। দ্বিতীয়ার্ধে বার্সার কফিনে শেষ পেরেক পুঁতেন রদ্রিগো। ৬৪ মিনিটে রিয়ালের চার নম্বর গোল করেন তিনি। এর মধ্যে ৭১ মিনিটে লাল কার্ড দেখে বাইরে যান রোনাল্ড আরাউজো। ফলে শেষ ৩৫ মিনিট ১০ জন নিয়ে খেলে বার্সা। এই জয়ের ফলে এই নিয়ে ১৩ বার সুপার কাপ জিতল রিয়াল। এই প্রতিযোগিতা অবশ্য সব থেকে বেশি বার জিতেছে বার্সা । বার্সা জিতেছে ১৪ বার।

আরও পড়ুন-BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version