Wednesday, August 27, 2025

তীব্র অগ্নুৎপাত শুরু আইসল্যান্ডের আগ্নেয়গিরির। রিকজেনাস উপদ্বীপে একসঙ্গে দুটি জ্বালামুখ থেকে অগ্নুৎপাত শুরু হওয়ার ফলে বিপর্যস্ত  গ্রিন্ডাভিক শহর।প্রায় ৪ হাজার মানুষের ঘরবাড়ি পুড়ে ছাই। গোটা পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি গুডনি জোহনাসন।

ডিসেম্বরেই অগ্নুৎপাতের কারণে একবার গ্রিন্ডাভিক শহরের মানুষদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সেই সময় আগ্নেয়গিরির চারপাশে নিরাপত্তা পাঁচিল তুলেছিল আইসল্যান্ড প্রশাসন। তবে সেবার অগ্নুৎপাতের পরে প্রবল ভূমিকম্পের কবলে পড়ে ইউরোপের দ্বীপরাষ্ট্র। তার ফলে সেই পাঁচিলের অনেক জায়গায় ফাটল ধরে।

রবিবার ভোররাত থেকে অগ্নুৎপাতের ফলে সেই ফাটল দিয়ে লাভা ঢুকতে শুরু করে শহরে। পুড়তে শুরু করে সাধারণ মানুষের বসতি। আবহাওয়াবিদরা এই পরিস্থিতিকে সবথেকে মারাত্মক বলে দাবি করেছেন। এবং যে কোনও সময়ে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে বলেও দাবি করা হয়েছে।

গ্রিন্ডাভিকের মানুষ ডিসেম্বরে একবার অগ্নুৎপাতের জন্য ঘর ছেড়ে ছিলেন। আবার রবিবার থেকে তাঁরা ঘরছাড়া। তবে মাথার ওপর ছাদ চলে যাওয়ার পাশাপাশি তাঁরা নানা শারীরিক সমস্যারও সম্মুখিন হচ্ছেন। অগ্নুৎপাতের সময় যে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে তাতে শ্বাসকষ্টের সমস্যা যাদের, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ ত্বকে ও চোখে প্রবল জ্বালা, নাক-গলা বন্ধ হয়ে আসার সমস্যায় পড়েছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version