Saturday, August 23, 2025

২২ তারিখ কালীঘাটে পুজো দিয়ে রাজপথে ‘সংহতি ব়্যালি’ মমতার, রাজ্যজুড়ে ‘সম্প্রীতি মিছিল’

Date:

সম্প্রীতির বার্তা দিতে ২২ জানুয়ারি হাজরা থেকে পার্কসার্কাস ‘সংহতি ব়্যালি’ করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যজুড়ে জেলায় জেলায় হবে সম্প্রীতি মিছিল। এটা কোনও কিছুর পাল্টা নয়। মঙ্গলবার, এই ঘোষণা করে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে, এটা কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। একই সঙ্গে তিনি জানান, ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। সেই কারণেই তার আগের দিন এই মিছিল হবে।

সূচি অনুযায়ী,
২২ তারিখ কালীঘাটের মন্দিরে পুজো দেবেন তৃণমূল সুপ্রিমো। তার পরে বিকেল ৪টে থেকে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত ‘সংহতি ব়্যালি’ করবেন তিনি। সঙ্গে থাকবে সব ধর্মের প্রতিনিধিরা। পথে যে সব ধর্মীস্থান পড়বে শেখানে শ্রদ্ধা জানাবেন তিনি। মমতার (Mamata Banerjee) কথায়, ‘‘মাকালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে, সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব।’’ নাগরিক সমাজকেও এই পদযাত্রায় পা মেলানোর আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।

ওই দিনই বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল করবে তৃণমূল।

মমতা স্পষ্ট জানান, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তাঁর কথায়, ‘‘আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’ এদিন ফের তৃণমূল সভানেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কারণেই সবাইকে নিয়ে সংহতি মিছিল করবেন মমতা।

Related articles

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...
Exit mobile version