Tuesday, November 11, 2025

আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না: গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Date:

“আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।“ স্কাইওয়াক সরানোর জন্য রেলের দেওয়া চিঠির প্রেক্ষিতে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণেশ্বরের মেট্রোর জন্যে ৯০ মিটার জমির দাবি জানায় রেল। কিন্তু সেই জমি দিতে গেলে স্কাই ওয়াক ভাঙতে হবে। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন স্কাইওয়াক ভাঙা যাবে না। এখনই সঙ্গে আলিপুর বডিগার্ড লাইন্সও ভাঙা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁরা কথায়, “এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই! এরা দক্ষিণেশ্বরে হাত দিচ্ছে! এর পর বলবে কালীঘাট দিয়ে দাও! আমি করতে দেব না।“

দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য জমি চেয়ে PWD সেক্রেটারিকে চিঠি দিয়েছে গত বছর নভেম্বরের ২০ তারিখ দিয়েছিল রেল। রেলের মতে, দক্ষিণেশ্বর মেট্রোয় রেক ঘোরানোর জায়গা নেই। ফলে ডাউন প্ল্যাটফর্মে যাত্রী নামিয়ে রেল ফের নিয়ে আসতে হয় বরানগরের দিকে। সেখান থেকে লাইন বদল করে আপ লাইনে যেতে হয়। তারপর যাত্রী নিয়ে দমদমের উদ্দেশ্য মেট্রো ছাড়ে। সেকারণেই রাজ্য সরকারের কাছে ৮০ মিটার জমি চাওয়া হয়। যদিও দ্বিতীয় চিঠিতে রেল জানিয়েছে, ৮০ মিটারের বদলে ৬০ মিটার জমি হলেও চলবে। সম্প্রতি জোকা- ধর্মতলায় মেট্রো প্রকল্পের জন্যে আলিপুর বডিগার্ড লাইন্সের জমি চেয়েও রাজ্যের কাছে চিঠি পাঠিয়েছে রেল।

এদিন কেন্দ্রের এই দাবির বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হৃদয়ের মণিমুক্ত। পুলিশের হৃদয়ের মণিকোঠায় আলিপুর বডিগার্ড লাইন্স। এর কোনওটাই আমি ভাঙতে দেব না। দরকারে রুট বদলাতে সাহায্য করব।’’ তিনি বলেন, ‘‘আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।’’

মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে ওই স্কাইওয়াকের উপর দিয়ে মেট্রো রেলের লাইন নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বডিগার্ড লাইনসের জমিও রেলকে দেওয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই! হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে! ক’দিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও! শুনব না। যদি আমাকে বলে নাখোদা মসজিদ ভেঙে দাও আমি থোড়াই শুনব? এগুলো আমি মানতে বাধ্য নই। মানব না। যদি ওদের কোনও রকম জট হয় সেই জট আমি দূর করব। দরকারে আমার সঙ্গে বসুন। আমি অন্য রুট দেখিয়ে দেব। রুট বদলাতে সাহায্য করব। এমন আগেও অনেক করেছি।আমি দীর্ঘদিন রেল মন্ত্রক সামলেছি, কোনও সমস্যা হলে কী ভাবে তার সমাধান করতে হয়, তা আমি জানি।তবে শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না। সরজমিনে সার্ভে করতে হবে। তার পর সিদ্ধান্ত নিতে হবে।’’

 

মমতা জানান, ৮-১০ মিটিং করে, কোর্টে কেস জিতে। হকার, সাধারণ মানুষকে বুঝিয়ে, জ্যাম জট ক্লিয়ার করার জন্য স্কাই ওয়াক করেছিলাম। কেন্দ্রের মোদি সরকারকে ঠুকে মুখ্যমন্ত্রীর বলেন, ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, এদিন দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাইওয়াক ভাঙতে চাইছে!

 

মমতা মনে করিয়ে দেন, ‘‘আমি দীর্ঘদিন রেল মন্ত্রক সামলেছি, কোনও সমস্যা হলে কী ভাবে তার সমাধান করতে হয়, তা আমি জানি। বাংলায় মেট্রো জোন আমি তৈরি করেছিলাম। দিল্লির মেট্রোর সমস্যা আমি দূর করেছিলাম। আমি না থাকলে দিল্লি মেট্রোই হত না। জট ছিল। আমি ডেকে সমাধান করেছিলাম।’’

 

বডিগার্ড লাইন নিয়ে মমতা জানান, রেড রোডের উপর সেনাবাহিনীর অনেক জায়গা। ওটা ওদের কাজে লাগছে না। সেই জায়গা নেওয়া হোক। সমস্যার সমাধানে তিনি সব রকম সাহায্য করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জট হলে আমার সঙ্গে মিটিংয়ে বসুন।

ম্য়াপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যাল সার্ভে করতে হবে। তার পর সিদ্ধান্ত নিতে হবে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version