আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় তারা। যদিও নওশাদ সিদ্দিকির দল আগামী ২১ জানুয়ারি ওই সভার জন্য পুলিশের অনুমতি পায়নি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল।আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় তারা। যদিও নওশাদ সিদ্দিকির দল
২০২১-এর ভোটের আগে ২১ জানুয়ারি পথ চলা শুরু করেছিল ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তৈরি আইএসএফ। এবার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিষ্ঠা দিবসের উদযাপনে সভা করতে চেয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ তা খারিজ করে দিয়েছে।
এবার, সেই অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছে আইএসফ। বিচারপতি জানতে চেযেছেন, ওই জায়গায় কি কোনও সভা হয়? মামলাকারীর আইনজীবী এ প্রসঙ্গে শাসকদল এবং বিজেপির প্রসঙ্গ তুলে ধরেন।বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বুধবার ফের মামলার শুনানি হবে।